ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

অবশেষে বিপিএলে দল পেলেন মুশফিকুর রহিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ১২:৫৬:৩৪
অবশেষে বিপিএলে দল পেলেন মুশফিকুর রহিম

কিন্তু নিজের বিভাগের দলে যোগ দেয়ার পর অর্থাৎ ২০১৭ বিপিএল শুরুর আগের দিন অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মুশফিক। এবার তাকেই ছেড়ে দিল রাজশাহী। পঞ্চম আসরে কিংসের হয়ে যোগ দেয়ার আগে বরিশাল বুলসের সঙ্গেও বাঁধে জাতীয় দলের এই উইকেটরক্ষকের সঙ্গে। দলটির স্বত্ত্বাধিকারী এমএ আউয়াল চৌধুরী ভুলু ও তার দলকে ‘ফকিরনি’ বলে রীতিমত আলোচনায় আসেন তিনি। যদিও পাল্টা অভিযোগ ছিল মালিকপক্ষের। তারাও সিনিয়র মুশফিকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেন।

সে আর যাই হোক, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এ বিপিএলে মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হোসেন ও মুমিনুল হককে ধরে রাখে। মোস্তাফিজকে ‘আইকন’ হিসেবে রেখে ছেড়ে দিয়েছে মুশফিককে। সে হিসাবে আইকনদের মধ্যে এখনো দল পাননি জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এ বিষয়ে মঙ্গলবার (৯ অক্টোবর) বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, চিটাগং ভাইকিংসে খেলার একটা সম্ভাবনা আছে মুশফিকের, ‘আপনারা জানেন, বেশির ভাগ আইকনকে সব ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফেলেছে। চিটাগং ভাইকিংস কাউকে নেয়নি। চিটাগংয়ে খেলার একটা সুযোগ আছে তার। যতদূর জানি, চিটাগং চেষ্টা করছে মুশফিকের সঙ্গে যোগাযোগ করতে। তারা আগ্রহী তাকে পেতে।’

তিনি আরো বলেন, ‘চিটাগং ভাইকিংসের সমস্যা কেটে গেছে। তারা নাম প্রত্যাহারের চিঠি দিয়েছিল। পরে আবার সিদ্ধান্ত বদলেছে। এ বছর তারা চালিয়ে যাবে, সেটা তারা জানিয়েও দিয়েছে। চারটি খেলোয়াড় ধরে রাখা নিয়েও চিঠি দিয়েছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ