ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দারুন ব্যাট করে দলকে টেনে নিচ্ছেন আশরাফুল, ৪১ ওভার শেষ দেখুন স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ১২:৫৪:০৩
দারুন ব্যাট করে দলকে টেনে নিচ্ছেন আশরাফুল, ৪১ ওভার শেষ দেখুন স্কোর

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন রনি তালুকদার। ঢাকা মেট্রোর পক্ষে ২৪ ওভার বোলিং করে ৭টি মেডেনসহ ৫৭ রানে ৭টি উইকেট নেন আরাফাত সানী। যা প্রথম শ্রেণির ক্রিকেটে সানীর দ্বিতীয় সেরা বোলিং ফিগার। পাশাপাশি এটি ছিল সানীর ১৮তম পাঁচ উইকেট দখল।

অন্যদিকে অসাধারণ স্পেলে বল করেছেন মোহাম্মদ আশরাফুল। ১২ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১৯ রান। তিনটি মেডেনের পাশাপাশি নিয়েছেন দুইটি উইকেট। ঢাকার মেট্রোর পক্ষে অপর উইকেটটি নেন আবু হায়দার রনি।

ঢাকা বিভাগ অলআউটের পর প্রথম দিনেই ব্যাটিং করেছে ঢাকা মেট্রো। ১৩ ওভারে বিনা উইকেটে করেছে ২৬ রান করে দিন শেষ করে তারা। সাদমান ইসলাম ৪ ও সৈকত আলী ২১ রানে অপরাজিত থেকে যান।

২য় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৈকত আলী ও শামসুর রহমান শুভকে হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা মেট্রো। এরপর মার্শাল আইয়ুবও ব্যট হাতে ব্যর্থ ফিরে যান প্যাভিলিয়নে। পরপর ৩ উইকেট হারিয়ে বেশ ভালো বিপদে পড়েছে ঢাকা মেট্রো।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪১ ওভার শেষে তাদের সংগ্রহ ১১১ রান ৩ উইকেট হারিয়ে। আশরাফুল ৫৫ বলে ১২ ও সাদমান ৬৬ রান করে ব্যাট করছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ