ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

অভিনেতা ড্যানিকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ০০:২২:৫৪
অভিনেতা ড্যানিকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার খরচ বেশ ব্যয়বহুল হওয়ায় তিনি চিকিৎসার ব্যয় বহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন।

শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েব ও সংগঠনটির সাধারণ সম্পাদক নাট্য নির্মাতা জিএম সৈকতের সহযোগিতায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে তার চিকিৎসার জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়।

সেই আবেদনের প্রেক্ষিতে ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্যানির হাতে ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন শেখ হাসিনা।

২০ লাখ টাকা অনুদান পেয়ে ড্যানি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি প্রায় আধঘণ্টা সময় পার করেন। সেখানে প্রধানমন্ত্রী তার বিভিন্ন দুঃখের কথা শুনেছেন। তাকে বেঁচে থাকার আলো দেখিয়েছেন। প্রধানমন্ত্রী তাকে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে