ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

প্রতারণার শিকার যুবরাজ সিংয়ের মা, খোয়ালেন ৫০ লাখ রুপি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ০০:১২:৪৮
প্রতারণার শিকার যুবরাজ সিংয়ের মা, খোয়ালেন ৫০ লাখ রুপি

ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসাররা একটি আর্থিক তছরুপের তদন্ত করছেন। যে চিট ফান্ডের বিরুদ্ধে তদন্ত চলছে সেখানে কয়েক হাজার গ্রাহক স্বল্প সময়ে ৮৪ শতাংশ অতিরিক্ত লাভের আশায় টাকা জমা দিয়েছিলেন। এই তালিকায় রয়েছেন যুবরাজের মা শবনমও।

সাধনা এন্টারপ্রাইজ নামক ওই জালিয়াতির ফার্মে এক কোটি রুপি বিনিয়োগ করেছিলেন যুবরাজের মা। শুরুর দিকে নিয়মিতই টাকা পাচ্ছিলেন শবনম। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বিপত্তি। ৫০ লাখ টাকা ফেরত দেওয়ার পর বাকি টাকা দিতে গড়িমসি শুরু করে প্রতিষ্ঠানটি। এর পর পুলিশের দ্বারস্থ হন শবনম।

৫০ লক্ষ রুপি ফেরত পেলেও বাকি রুপি এখনও হাতে পাননি যুবরাজের মা। ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তারা লেনদেনের সমস্ত নথিপত্র জমা দিতে বলেছেন শবনমকে। আপাতত কাউকে গ্রেফতার না করা হলেও আর্থিক তছরুপের আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ইডির পক্ষ থেকে।

গত বছর জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন যুবরাজ সিং। ৪০টি টেস্ট ও ৩০৪টি ওয়ানডে খেলা যুবরাজের চোখ ২০১৯ সালের বিশ্বকাপে। আবারও জাতীয় দলে ফিরতে ক্যানসারজয়ী এই অলরাউন্ডার আপাতত পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন।

সূত্র: টাইমস নাও/ মুম্বাই মিরর

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ