ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

১৩ মিনিটে ৪ গোল এমবাপ্পের, ৮২ বছরের রেকর্ড ভাঙল পিএসজি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ০০:০০:২৬
১৩ মিনিটে ৪ গোল এমবাপ্পের, ৮২ বছরের রেকর্ড ভাঙল পিএসজি

রবিবার লিঁওর বিপক্ষে তো রীতিমতো গোল উৎসব করেছেন প্যারিস সেইন্ট জার্মেইর এই ফরাসি স্ট্রাইকার। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে এদিন প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দেন ১৯ বছরের এই তরুণ প্রতিভাবান ফুটবলার।

মাত্র ১৩ মিনিটের ব্যবধানেই লিঁওর জালে চারবার বল জড়ানোর অবিস্মরণীয় কীর্তি গড়েন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে নিজের প্রথম গোল করা এই ফরাসি স্ট্রাইকার ৭৪ মিনিটে করেন চতুর্থ গোল। মাঝে ৬৬ আর ৬৯ মিনিটে করেন বাকি দুটি গোল!

এমবাপ্পের চার গোলের সৌজন্যে পিএসজি এদিন ৫-০ গোলে রীতিমতো উড়িয়ে দেয় লিঁওকে। পিএসজির হয়ে বাকি গোলটি করেন নেইমার। নিজেদের মাঠে এদিন ম্যাচ শুরুর নবম মিনিটেই পেনাল্টিতে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার।

এই জয়ের ফলে নতুন এক ইতিহাস গড়ে পিএসজি। লিগ ওয়ানে মৌসুম শুরুর টানা ৯ ম্যাচ জিতে ৮২ বছরের পুরাতন রেকর্ড ভাঙে থমাস টাচেলের দল। এর আগে ১৯৩৬ সালে টানা আট ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল অলিম্পিক লিলোইস। গত সপ্তাহে নিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেই সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল নেইমার-কাভানিরা। রবিবার লিঁওকে গোল বন্যায় ভাসিয়ে সেই রেকর্ডটাকে একেবারেই নিজেদের করে নিয়েছে প্যারিস জায়ান্টরা।

সূত্র: ফ্রান্স২৪.কম

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ