ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দেখে নিন এনসিএলে আশরাফুলের আজকের পারফরম্যান্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৮ ২২:৫৯:১৯
দেখে নিন এনসিএলে আশরাফুলের আজকের পারফরম্যান্স

ফতুল্লায় সানি-আশরাফুলের দুর্দান্ত বলের সামনে মাত্র ২০৬ রানে অল আউট হয়েছে ঢাকা বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন তৈয়বুর রহমান। আর তৈয়বের এই গুরুত্বপূর্ণ উইকেট নেন আশরাফুল। আজ বল হাতে আজ দূর্দান্ত ছিলেন আশরাফুল।

মোট ১২ ওভার বল করে মাত্র ১৯ রান খরচে একাই তুলে নিয়েছে ২টি গুরুত্বপূর্ন উইকেট। ঢাকা বিভাগের ২০৬ রানের জবাবে ব্যাট করছে ঢাকা মেট্রো। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ২ রান।

ঢাকা মেট্রো: মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, মেহরাব হোসেন, শামসুর রহমান, আরাফাত সানি, মোহাম্মদ ইলিয়াস, মেহেদি মারুফ, সৈকত আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, আসিফ আহমেদ রাতুল, শাদমান ইসলাম, আসিফ হাসান, আবু হায়দার রনি, আজমির আহমেদ, মোঃ শহিদুল, কাজি অনিক, নাইম শেখ।

ঢাকা ডিভিশন: মোহাম্মদ শরিফ, রকিবুল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরি, মোশাররফ রুবেল, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, শাহাদত হোসেন, মাহবুবুল আলম অনিক, নাজমুল হোসেন মিলন, দিদার হোসেন, মিনহাজ খান, মানিক মিয়া, শাকিল হোসেন, শাকিল তালুকদার, সৈকত হোসেন, জাহিদুজ্জামান, জয়রাজ শেখ ইমন, রাকিন আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর: ঢাকা বিভাগ ২০৬/১০ (৭৫),তৈয়বুর ৮৮, রনি ৩০, মোসাররফ ২৭।আরাফাত সানি ৭/৫৭, আশরাফুল ২/১৯।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ