অবশেষে মুশফিকের স্বীকারোক্তি, 'উইকেট কিপিং বোঝা'

উইকেট কিপিং ছাড়ার আগে ক্যারিয়ারের ৫২ টেস্টের ৪৭টিতেই বাংলাদেশ দলের মূল উইকেটকিপারের দায়িত্বে ছিলেন মুশফিক। এরপর চাপিয়ে দেখা সিদ্ধান্ত মানতে বাধ্য মুশফিক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘ম্যানেজমেন্ট যখন সিদ্ধান্ত দিয়েছে, সেটা তো মানতেই হবে।’
গত বছর ম্যানেজমেন্টের সিদ্ধান্তে নাখোশ থাকলেও সময়ের সাথে সাথে ভাবনায় বদল এসেছে মুশফিকুর রহিমের। শুধু টেস্ট নয়, ওয়ানডে ও টি-টুয়েন্টির উইকেট কিপিংয়েও সমস্যা হচ্ছে দেশের এই অন্যতম সেরা ব্যাটসম্যানের। একই সাথে কিপিং ও ব্যাটিংয়ের চাপ শরীর নিতে পারছে না। 'হ্যাঁ, এটা তো ব্যাক অব দ্য মাইন্ডে (ইনজুরির ভয়) থাকেই। শুধু পাঁজরে নয়, আমার দুই তিনটি আঙ্গুল তো এখনও ভাঙ্গা, সেগুলো নিয়েই খেলে যেতে হয়।
'কারণ সার্জারির পর্যায়ে চলে গেলে তো তিন চার মাঠের বাইরে থাকা, আবার সেখান থেকে কাম-ব্যাক করা কঠিন হয়ে যায়। ছোটোখাটো এমন নিগেলস থাকে, যা ম্যানেজ করে চলা যায়। কিন্তু আমার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। অনেক সময় ৫০ ওভার কিপিং করে ব্যাটিং করতে হয়, যদি লম্বা ইনিংস খেলি তাহলে হয়তো বেশি কঠোর পরিশ্রম করতে হয়।,' সোমবার পাঁজরের ইনজুরি থেকে ফেরার লড়াইে ব্যস্ত মুশফিক সাংবাদিকদের নিজের মতামত জানিয়েছেন।
মুশফিকুর রহিম এশিয়া কাপ চলাকালীন সময় পাঁজরের ইনজুরির শিকার হন। পুরো আসরে পাঁজরের ব্যথার সাথে লড়াই করেই খেলেছেন তিনি। রান করেছেন, উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন দক্ষতার সাথে। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই করছেন তিনি। ওয়ানডে সিরিজর আগে ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, কিন্তু মুশফিকের মনের কোনে ভয় থেকেই যাচ্ছে।
'আমি মনে করি কোন ইনজুরি থেকে ফিরেই আপনি শতভাগ নিয়ে মাঠে নামতে পারবেন না। এটা শুধু পাঁজর নয়, যে কোন ইনজুরির ক্ষেত্রেই সত্যি। দেখা যায় আপনি ৯০-৯৫, বা ৮০-৮৫ ভাগ ফিটনেস নিয়ে খেলতে নামেন। আমার মূল চিন্তার জায়গা কিপিং, হয়তো ডাইভ দিতে গেলে কি হবে এটা নিয়ে চিন্তা কাজ করছে।
'সেটা নিয়েও আলাপ আলোচনা করে একটা পরিকল্পনা সাজিয়ে কাজ করা হবে। ব্যাটিংয়ে আমার তেমন সমস্যা হয় না। এখন টিম ম্যানেজমেন্ট, ফিজিও যেভাবে চিন্তা করতে সেটা জেনে কনসাল্ট করেই কাজ করব। সবার আগে তো আমার শরীর, এখন পর্যন্ত ভালোই অনুভব করছি। এই উন্নতিটা যদি চলতে থাকে, তাহলে এখনও অনেক সময় আছে।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা
- অস্বাভাবিকভাবে বেড়ে গেলো শেয়ার দর ডিএসইর সতর্কবার্তা