ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেরা একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৮ ২২:৩৮:১৩
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেরা একাদশ

যশ্বসী জয়সওয়ালঃ টুর্নামেন্টে দুইটি অর্ধশতক হাঁকিয়েছেন এই ভারতীয় ওপেনার। সর্বোচ্চ ৯২ রান করেছেন আফগানিস্তানের বিপক্ষে। তিন ম্যাচ খেলে ২১৪ রান করে সেরা ব্যাটসম্যানদের তালিকায় সবার শীর্ষে তিনি। ৭১.৩৩ গড়ে রান তোলা এই ব্যাটসম্যানকে তাই ক্রিকফ্রেঞ্জির একাদশে রাখতেই হচ্ছে।

অনুজ রাওয়াতঃ ওপেনার হিসেবে এই ব্যাটসম্যানকেই একাদশে রেখেছে ক্রিকফ্রেঞ্জি। কারণ এই ভারতীয় ওপেনার ছাড়া আর কোন ওপেনারই তেমন কোন পারফর্মেন্স করে দেখাতে পারে নি। তাছাড়া ৩০ গড়ে ৯২ রান করে সেরা ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম অবস্থানেও আছেন তিনি।

সিমরান সিংঃ পুরো টুর্নামেন্টে পারফর্মেন্স তেমন করতে না পারলেও ফাইনালে দলের জয়ে রেখেছেন বিশাল অবদান। ২৭ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলছেন এই ব্যাটসম্যান। পাশাপাশি অধিনায়কের দায়িত্বও দারুণভাবে পালন করেছেন এই ক্রিকেটার।

শামিম হোসেনঃ বাংলাদেশ দলের নির্ভরযোগ্য মিডেল অর্ডার ব্যাটসম্যান। আসরে তিন ম্যাচে ৭২ গড়ে ১৪৪ রান সংগ্রহ করেছেন শামিম। যেখানে দুটি অর্ধশতক ছিল তাঁর। পাশাপাশি সেরা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন তিনি। বল হাতেও দারুণ ছিলেন শামিম।

আয়ুশ বাদোনিঃ ৭২.৫০ গড়ে রান তুলেছেন এবং দুইটি অর্ধশতক হাঁকিয়েছেন। ১৪৫ রান করে সেরা ব্যাটসম্যানের তালিকায় আছেন তৃতীয় অবস্থানে। তাই ক্রিকফ্রেজির একাদশে রাখা হয়েছে তাঁকেও।

নুভানিদু ফার্নান্দোঃ চার ম্যাচ খেলে ১৯৫ রান সংগ্রহ করেছেন তিনি। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় তিনি। ৬৫ গড়ে রান করা এই ব্যাটসম্যানের একটি শতক এবং একটি অরধ শতক রয়েছে এই টুর্নামেন্টে। সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১১১ রান করেছিলেন ফার্নান্দো।

হার্শ ত্যাগীঃ ভারতীয় দলের বাঁহাতি স্পিনার। এশিয়া কাপের এবারের আসরে তিন ম্যাচে খেলে সর্বোচ্চ ১১ উইকেট তুলে নিয়েছেন তিনি। ৩.৯৬ ইকোনমিতে বোলিং করেছেন এই স্পিনার। সেরা বোলারদের মধ্যে টুর্নামেন্টে সবার শীর্ষে তিনি। তাই এই স্পিনারকে রাখতেই হল একাদশে।

সিদ্ধার্থ দেশাইঃ তিন ম্যাচে নয় উইকেট সংগ্রহ করে সেরা বোলারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। ৪.১৩ ইকোনমিতে। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে চার উইকেট নিয়েছিলেন এই স্পিনার।

রিশাদ হোসেনঃ চার ম্যাচে আট উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সেরা বোলার বাংলাদেশ দলের রিশাদ হোসেন। প্রায় ৪ ইকোনমিতে বোলিং করেছেন এই লেগ স্পিনার। হংকংয়ের বিপক্ষে ১৬ রানের তিন উইকেট নিয়েছেন এই স্পিনার। এছাড়া গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষেও তিন উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ।

শরিফুল ইসলামঃ আসরে পেসারদের মাঝে মাত্র ২.৪৬ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। ঝুলিতে পুরেছেন আট উইকেট। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ১৬ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন এই পেসার। তাই একাদশে থাকছেন তিনি।

আরসাদ ইকবালঃ পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচে। আর সেখানেই বাজিমাত করে দিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাই ছয় উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার।

ক্রিকফ্রেঞ্জির অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেরা একাদশঃ যশ্বসী জয়সওয়াল, অনুজ রাওয়াত, সিমরান সিং (অধিনায়ক) , শামিম হোসেন, আয়ুশ বাদোনি, নুভানিদু ফার্নান্দো, হার্শ ত্যাগী, সিদ্ধার্থ দেশাই, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, আরসাদ ইকবাল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ