ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কিংবদন্তী হওয়ার পথে মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৮ ২২:২৬:৪৬
কিংবদন্তী হওয়ার পথে মুশফিক

সাম্প্রতিক সময়ে দুইটি বড় টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে নিজেকে আরেক ধাপ উঁচুতে নিয়ে গেছেন মুশফিক। নিহাদাস ট্রফি ও এশিয়া কাপে দলের বিপদে অবিশ্বাস্য ইনিংস খেলে বড় মঞ্চেও দলের খুঁটি হিসেবে পারফর্ম করার সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন তিনি, যা মুশফিককে পুরো বিশ্বের কাছে ভিন্ন পরিচয় এনে দিয়েছে।

বলা চলে, বাংলাদেশ ক্রিকেটে কিংবদন্তী হওয়ার পথে এনেকটাই এগিয়ে গেছেন এই ৩১ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিক এত দ্রুত বড় তকমা গায়ে মাখাতে চান না। 'না না এখনও অনেক দূর বাকি (হাসি)।

হ্যাঁ এখন ভাল যাচ্ছে, গত চার পাঁচ বছর, এটা যদি চালিয়ে যেতে পারি ও বড় বড় আসরে যদি দলকে একা হাতে জেতাতে পারি তাহলে হয়তো হতে পারে। এমন পরিকল্পনা আমার অবশ্যই আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনি অবদান রাখবেন ও দল জিতবে, এটাই আমার মাথায় সবসময় কাজ করে।'

মুশফিক গত চার বছরে তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে প্রায় চার হাজারের মত রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে প্রায় ৫০ গড় ও ৯০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি, যা তাঁর ক্যারিয়ার গড় ও স্ট্রাইক রেট থেকে অনেকাংশে বেশি।

বড় পরিবর্তন এসেছে মুশফিকের টেস্ট ব্যাটিংয়েও। মুশফিকের টেস্ট ক্যারিয়ারের এক তৃতীয়াংশ রান এই গত চার বছরেই এসেছে। টি-টুয়েন্টি ফরম্যাটে সুপ্ত প্রতিভা থাকলেও কখনই নিজের সেরা পারফর্মটা দেখাতে পারেননি মুশফিক। সাম্প্রতিক সময়ে সেই অপ্রাপ্তিও প্রাপ্তিতে পরিনত করেছেন তিনি। সব মিলিয়ে বলা চলে, মুশফিকুর রহিম আসলেই একজন কিংবদন্তী হওয়ার পথে হাটছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ