ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আরাফাত সানির ঘূর্ণিতে কুপোকাত ঢাকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৮ ১৯:৫৬:৫৫
আরাফাত সানির ঘূর্ণিতে কুপোকাত ঢাকা

এদিন টস জিতে ঢাকা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব। ব্যাটিংয়ে নেমে আরাফাত সানির দুর্দান্ত বোলিংয়ে নতজানু ঢাকা বিভাগ। টায়ার-২ এ ঢাকা ডার্বির এই ম্যাচের প্রথম ইনিংসে সাতটি উইকেট একাই নিয়েছেন আরাফাত সানি।

ঢাকা মেট্রোর হয়ে দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। এদিন ৩২ রানে নিজেদের প্রথম উইকেট (আব্দুল মজিদ, ১৭ রান) হারায় ঢাকা বিভাগ। এরপরে দলীয় ৬১ থেকে ৭৪ রানের মধ্যেই চারটি উইকেটের পতন ঘটে তাঁদের।

১০২ রানের মধ্যে ছয়টি উইকেট যাওয়ার পরে হাল ধরেন তাইবুর রহমান এবং মোশাররফ হোসেন। ব্যক্তিগত ২৭ রানে আরাফাত সানির শিকার হয়ে ফিরেছেন মোশাররফ।

এরপরে একাই লড়েছেন তাইবুর। আঁটটি চারে ব্যক্তিগত ৮৮ রান করে আশরাফুলের বলে দুর্দান্ত এক স্ট্যাম্পিংয়ে উইকেট হারান তিনি। শেষমেশ ঢাকা বিভাগ থামে ২০৬ রানে। ঢাকা মেট্রোর হয়ে বাকী উইকেটটি নিয়েছেন আবু হায়দার রনি।

সংক্ষিপ্ত স্কোরঃ-

টসঃ- ঢাকা মেট্রো

ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ- ২০৬/১০ (৭৫ ওভার), তাইবুর (৮৮), রনি (৩০); সানি (৭/৫৭)।

ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ২৬/০ (১৩ ওভার), সাদমান (৪*), সৈকত (২১*)

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ