ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আজ মাঠে নামছেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৮ ১৯:৩০:০৬
আজ মাঠে নামছেন আশরাফুল

আর প্রথম স্তরের অপর ম্যাচে রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ। তাছাড়া অন্যদিকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের প্রথম ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে খেলতে নামবে চট্টগ্রাম বিভাগ।

তাছাড়া আজ দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হবে ঢাকার অন্য দল ঢাকা মেট্রো। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায় সবগুলো ম্যাচই শুরু হবে। এর আগে গত বৃহস্পতিবার এনসিলের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

এদিকে তিন দিনের বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। এবার প্রথম রাউন্ডে দুটি ম্যাচের ফল আসলেও দুটি ম্যাচ ড্র হয়েছে অমিমাংসিত ভাবে। প্রথম রাউন্ডে চট্টগ্রাম বিভাগকে ২১৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা পেয়েছে ঢাকা বিভাগ।

আর প্রথম রাউন্ডে সবচেয়ে বড় জয়টি পেয়েছে ঢাকা মেট্রো। তারা স্বাগতিক সিলেটকে ইনিংস ও ৪১ রানের ব্যবধানে হারিয়েছে। এবারই জাতীয় লিগের আসর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এর জন্য আজ আবার নিজেকে প্রমাণ করতে মাঠে নামছে আশরাফুল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ