ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ঘটে গেল আলোচিত এক কান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৮ ১৯:১২:১৯
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ঘটে গেল আলোচিত এক কান্ড

সোমবার সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচেও ব্যাট হাতে দাপট দেখান জাভেরিয়া। দলীয় সর্বোচ্চ ২৯ রান করা এ ব্যাটারকে ঝুলিয়ে দেয়া বলে কট অ্যান্ড বোল্ড করেন কুবরা। উদযাপন শেষ করে সোজা চলে যান জাভেরিয়ার কাছে। আগের ম্যাচে ভুল বোঝাবুঝি হওয়ায় দুঃখ প্রকাশ করেন। জাভেরিয়া ব্যাপারটা বুঝতে পেরে কুবরার মাথায় হাত রাখেন।

উইকেট পেয়ে মাত্রাতিরিক্ত উদযাপনের কারণে শাস্তির মুখে পড়তে যাচ্ছিলেন ২৩ বছর বয়সী কুবরা! শাস্তি না হলেও ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ রেফারির জেরার মুখে পড়ে হয়ে গিয়েছিলেন ভয়াতুর!

পরে আরও তিন উইকেট নেন কুবরা। উদযাপনে আক্রমণাত্মক ভাব দেখা গেছে শেষ অবধি। খেলা শেষে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল অনানুষ্ঠানিক শুনানিতে ডাকেন কুবরাকে। সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের হেড কোচ অঞ্জু জৈন। শেষমেষ ম্যাচ রেফারি ‘সাধারণ ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন ব্যাপারটিকে।

তবে আন্তর্জাতিক ম্যাচে কী করা যাবে আর যাবে না, সেটি সম্পর্কে অবশ্য ভালো একটি ধারণা নিয়েই ফিরেছেন কুবরা।

‘মন্ত্রী মশাই যদি প্রকাশ্যে প্রস্রাব করেন, স্বচ্ছ ভারত হবে কী করে?’ (ভিডিও)বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ঘটে গেল আলোচিত এক কান্ডরুটি নাকি ভাত, স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোনটা ভালো?সেই বুড়ো প্রেমিকের সঙ্গে জাসলিনের উদ্দাম নাচ (ভিডিও)বনি আমার জীবনের ২য় প্রেম : কৌশানিযে কারনে জেসুস পেনাল্টি নিতে এসেও ফিরে গেলেনবিশ্বরেকর্ড হল না তবু মাশরাফি-রুবেলকে

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ