ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বাংলাদেশে আসছেন না গেইল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৮ ১৮:৩৫:৫০
বাংলাদেশে আসছেন না গেইল

৩৯ বছর বয়সী গেইল এখন ব্যস্ত আফগানিস্তান প্রিমিয়ার লিগে। এরপর সংযুক্ত আরব আমিরাতে খেলবেন টি-১০ লিগ। মূলতঃ ফ্রাঞ্চাইজি লিগগুলোতে সময় দিতেই জাতীয় দলকে অগ্রাহ্য করছেন গেইল। এর আগেও তাকে এমনটা করতে দেখা গেছে।

ওয়েস্ট ইন্ডিজ দলের নির্বাচক কমিটির প্রধান কোর্টনি ব্রাউন বলেছেন, 'আমরা আমাদের সাহসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে ছাড়াই ভারত এবং এরপর বাংলাদেশ সফর করব। তিনি এই সময়টায় দলের সঙ্গে থাকতে রাজি হননি। তবে ২০১৯ বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে পাওয়া যাবে তাকে।'

ভারতে ৫টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বাংলাদেশ সফরে রয়েছে ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি। গেইল এই সিরিজগুলোতে না থাকলেও দলে ফিরেছেন ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডের মতো তারকারা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ