ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বিরিয়ানি, কাবাব ছেড়ে নিরামিষী হয়ে গেলেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৮ ১২:১৯:০১
বিরিয়ানি, কাবাব ছেড়ে নিরামিষী হয়ে গেলেন কোহলি

কোহলির এমন ফিটনেসের অধিকারী কিভাবেই বা হলেন?আসলে খাবারের ব্যাপারে এমনিতেই গত পাঁচ-ছয় বছর ধরে কঠোর শৃঙ্খলা মেনে চলছেন কোহলি। তার উপর নিজেই নিজের ওপর চাপিয়েছেন নতুন কড়া নিয়ম—আমিষ খাওয়া যাবে না। অর্থাৎ মাছ-মাংস ছেড়ে শাকসবজি ধরো।

আসলেই গত চার মাস যাবত ধরে কোনোরূপ আমিষ জাতীয় খাবার খাচ্ছেন না তিনি। তরল প্রোটিন, শাকসবজি আর সয়া খেয়েই দিন কাটছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানটির। এমনকি ডিম ও দুগ্ধজাত খাবারও এড়িয়ে চলছেন তিনি।

কোহলির এক ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সূত্র ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে খবরটি জানিয়েছে। এই সূত্র মতে, ‘চার মাস আগে থেকে এমন (নিরামিষ) খাবারবিধি মেনে চলছেন কোহলি। তাঁর মতে, এই খাবারে তাঁর হজমশক্তি বেড়েছে এবং আগের চেয়ে বেশি শক্তি পাচ্ছেন।’

রাজকোট টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর নৈশভোজে কোহলির প্লেটে শুধুই শোভা পেয়েছিলো নিরামিষ। আমিষের রেশমাত্রটুকু ছিলো না। সবমিলিয়ে কোহলি যে তরুণদের জন্য আরও বড় রোল মডেল হয়ে উঠতে চান, তাঁর খাবারবিধি সেই কথাটিই বলে দিচ্ছে পৃথিবীকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ