ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৮ ১২:০৪:১০
জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ডিসেম্বরে নয় নির্বাচন হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। এতেই বিপিএলের ৬ষ্ঠ আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে দুটি, একটি ডিসেম্বরের শেষ ভাগে নির্বাচন হলে মাত্র ৭ দিনের মধ্যে বিপিএলের মতো আয়োজনের প্রস্তুতি নেয়া কতটা সম্ভব! আর নির্বাচন জানুয়ারিতে হলে আবার পেছানো হবে বিপিএল! সেক্ষেত্রে আরো একটি সমস্যা আসর শেষ করতে হবে ফেব্রুয়ারি ৭/৮ তারিখের মধ্যে। কারণ আগামী বছর ফেব্রুয়ারিতেই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। তাই শঙ্কা থেকে প্রশ্ন উঠেছে বিপিএলের ষষ্ঠ আসর কি সত্যিই মাঠে গড়াবে?

এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেলও সঠিকভাবে কিছু জানাতে পারেননি। তিনি মুঠোফোনে এক সংবাদসংস্থাকে বলেন,

‘নির্বাচনের বিষয়টি আমাদের মাথায় আছে। আমাদের ইচ্ছা নির্বাচন হয়ে গেলেই আসর আয়োজনের। সেই ক্ষেত্রে ২৭শে ডিসেম্বর নির্বাচন হলে ৭ দিনের মধ্যে আয়োজন সম্ভব। তবে যদি তা জানুয়ারিতে হয় তখন আমাদের জন্য অনেক চিন্তা। তখন পিছিয়ে দেয়া কঠিন হবে। কারণ এত বড় আয়োজন করতে হলে সময় অনেক প্রয়োজন। কিন্তু জাতীয় দল ফেব্রুয়ারির ৯ তারিখ দেশ ছাড়বে। তার আগেই আমাদের আসর শেষ করতে হবে। তাই নতুনভাবে সময় নির্ধারণ কঠিন। সেক্ষেত্রে বিপিএল যখন শুরু হওয়ার কথা সেভাবেই হবে।’

তবে বাস্তাবতা বলছে জাতীয় নির্বাচন চলাকালে বিপিএল আয়োজন ভীষণ কঠিন। বিপিএলের ৪টি ফ্র্যাঞ্চাইজি মালিকই জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত। শুধু তাই নয় সেই সময় দেশের পরিস্থিতি কি থাকে সেটিও চিন্তার বিষয়। যেহেতু বিদেশি ক্রিকেটারদের এ দেশে এসে খেলতে হবে তাই এমন পরিস্থিতিতে তাদের আনা কতটা সহজ হবে তাও প্রশ্ন? তবে বিপিএল চেয়ারম্যান বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন,

‘আসলে এর আগেও আমরা দেশের খারাপ পরিস্থিতে বিপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করেছি। এমন অবস্থা হয়েছিল অস্ট্রেলিয়াও তাদের সফর বাতিল করেছিল। যদি নির্বাচন পেছায় তারপরও আমাদের চেষ্টা থাকবে নির্ধারিত তারিখে আয়োজনের। এরপরও অনেক বিষয় থাকে সেই সময় পরিস্থিতি অনুসারে বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবির সঙ্গে বসে সিদ্ধান্ত নিবে কি করা যায়। তবে বিপিএল হবে না সেটি সঠিক নয়। আমাদের শতভাগ চেষ্টা থাকবে নির্ধারিত সময়ে শুরু করতে পারি।’

শেখ সোহেলের মতো একই সুরে কথা বলেছেন গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন,

‘এখনই এই নিয়ে মন্তব্যের সময় আসেনি। তবে আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত। নির্বাচন নিয়ে পরিস্থিতি বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেবো।’

বিসিবি শীর্ষস্থানীয় পরিচালকবৃন্দ

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন পরিচালক এবারো জাতীয় নির্বাচনে অংশ নিবেন। এছাড়াও বিপিএলের দলগুলোর বেশ কয়েকজন ফ্র্যাঞ্চাইজি মালিকও একই কারণে ব্যস্ত থাকবেন। এর মধ্যে ঢাকা ডায়নামাইটস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স অন্যতম। এসব কথা বিবেচনা করেই বিপিএল পেছানো হয়েছিল। তাই নির্বাচনের সময় বিপিএল আয়োজন তাদের জন্য চিন্তার কারণ। এ বিষয়ে ঢাকা ডায়নামাইটস সিইও ওবায়েদ নিজাম বলেন,

‘আসলে এখনো বিষয়গুলো সামনে আসেনি তাই এ নিয়ে কথা বলার অবকাশ কম। পরিস্থিতি আসলে বিবেচনা করবো।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ