ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আবারও উপেক্ষিত তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৮ ০০:১৬:০৬
আবারও উপেক্ষিত তাসকিন

এর আগে গত শনিবার আসরের শুরুটা মনমতো হয়নি তাসকিন আহমেদের দলের। নিজেদের প্রথম ম্যাচে নানগরহারের কাছে ছয় উইকেটে হেরেছে তাঁরা। সেই ম্যাচেও খেলেননি তাসকিন।

সেই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রান করেছিল কান্দাহার। সেই লক্ষ্য নয় বল হাতে রেখেই টপকে যায় নানগরহার। উল্লেখ্য, নানগরহারের হয়ে খেলার কথা ছিল দুই বাংলাদেশী তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের।

কিন্তু ইনজুরিতে ভোগায় আসরে খেলছেন না তাঁরা। এছাড়া কান্দাহারের হয়ে খেলার কথা ছিল সৌম্য সরকার এবং মোহাম্মদ মিথুনের। কিন্তু শেষ মুহূর্তে বিসিবির অনুমতিপত্র পায়নি তাঁরা।

কান্দাহারের একাদশঃ- পল স্টার্লিং, ব্রেন্ডন ম্যাককালাম, করিম সাদিক, করিম জানাত, আসগর আফগান (অধিনায়ক), কেভিন ও'ব্রায়েন, নাজিবুল্লাহ জাদরান, আমির হামজা, সাইদ শিরজাদ, তাইমাল মিলস, ওয়াকার সালামখেলি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ