ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

এবারের বিপিএলে সাকিবের পরিবর্তে যাকে দলে চায় ঢাকা ডায়নামাইটস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৭ ২২:১২:১৯
এবারের বিপিএলে সাকিবের পরিবর্তে যাকে দলে চায় ঢাকা ডায়নামাইটস

এবারের বিপিএল শুরুর আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল চিটাগাং ভাইকিংস ফ্রাঞ্চাইজি। তবে শেষ পর্যন্ত এবারের বিপিএলে ফিরে চিটাগাংয়ের ফ্রাঞ্চাইজি। তবে চিটাগাং ফিরলেও এবারের বিপিএলে হয়তো খেলা হবে না সাকিবের। আঙুলের ইনজুরির কারণে তিন মাসের জন্য ছিটকে গেছেন সাকিব। আর তাই হয়তো তাকে নাও পাওয়া যেতে পারে বিপিএলের ষষ্ঠ আসরে।

তবে সাকিবের জন্য শেষ পর্যন্ত ঢাকা ডায়নামাইটস অপেক্ষা করবে বলেই জানিয়েছেন ঢাকা ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ওবেদ আর নাজিম। তিনি বলেন, ‘আমরা আশা করছি সে (সাকিব) এর মধ্যেই সুস্থ হয়ে উঠবে। ও যদি টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ পরেও এসে যোগ দেই তাহলেও আমাদের জন্য অনেক। সাকিবকে ছাড়ারতো কোন প্রশ্নই উঠে না। আমরা খুবই হোপফুল, ইনশাআল্লাহ্‌ সে সুস্থ হয়ে উঠবে বাকি দিনগুলার আগেই।’

তবে শেষ পর্যন্ত সাকিব ফিরলে বা না ফিরলে যদি সুযোগ আসে তাহলে টাইগারদের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে দলে নিতে আগ্রহী ঢাকা। এ প্রসঙ্গে ওবেদ আর নাজিম বলেন, ‘টিম তাকে রিটেইন করেনি, ঠিক কেনো তাকে রিটেইন করেনি আমরা তা বলতে পারি না। কিন্তু আমাদের যদি সুযোগ আসে মুশফিককে পাওয়ার, আমরা তাকে নিতে চাই।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ