ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজে মুশফিক-মাশরাফিকে বিশ্রাম দেবার ব্যাপারে যা বললো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৭ ১৮:৪৩:০৭
জিম্বাবুয়ে সিরিজে মুশফিক-মাশরাফিকে বিশ্রাম দেবার ব্যাপারে যা বললো বিসিবি

ইনজুরির কারণে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলবেন না দলের দুই সেরা তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এছাড়াও ইনজুরির শঙ্কায় রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র খেলোয়াড়রা। তবে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরকে বিশ্রাম দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমনটিই জানা গেল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হালকা করে নেয়ার সুযোগ নেই। সেটাও একটা গুরুত্বপূর্ণ মিশন। কাজেই আমরা সামর্থ্যের সম্ভাব্য সেরা দল নিয়ে মাঠে নামার চেষ্টাই করবো। কাজেই কাউকে বিশ্রাম দেয়ার প্রশ্নই আসে না।’

একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ৩-৪ দিনের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলেই জানিয়েছেন নান্নু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ১১ অক্টোবরের মধ্যে দল চূড়ান্ত করে বোর্ডে জমা দিয়ে দেবো।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ