ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দুই বছর পর সাদা পোশাকে ফিরেই চমক দেখালেন মোহাম্মদ হাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৭ ১৮:০০:১৯
দুই বছর পর সাদা পোশাকে ফিরেই চমক দেখালেন মোহাম্মদ হাফিজ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

দীর্ঘ দিন পর দলে ফিরেই ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ৩৭ বছর বয়সী হাফিজ। ৯৭ বলে ছয়টি চার দিয়ে ইনিংসটি সাজিয়েছেন তিনি।

প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে দলের সংগ্রহ ৩৪ ওভার চার বলে ৯১ রান। এই তারকার সঙ্গে ক্রিজে রয়েছেন আরেক ওপেনার ইমাম-উল-হক। অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণার পর নাটকীয়ভাবে সিনিয়র ক্রিকেটের হাফিজকে দলে ভেড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ডবল সেঞ্চুরিসহ বেশ কয়েকটি উইকেট তুলেছেন এই তারকা।এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে তিন জনের অভিষেক হয়েছে। ওপেনার অ্যারন ফিঞ্চ, মিডল অর্ডার ব্যাটসম্যান ট্রাভিস হেড ও স্পিনিং অলরাউন্ডার মারনাস লাবুসচ্যাঙ্গে প্রথম বারের মতো অজিদের হয়ে বড় ফরম্যাটে খেলতে নেমেছেন।

অন্যদিকে পাকিস্তান টেস্ট দলে অভিষিক্ত হলেন বিলাল আসিফ। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হবার পর মোট তিনটি ওয়ানডেতে অংশ নিয়েছিলেন এই ডান-হাতি পেস অলরাউন্ডার। এ ছাড়া ঠিক এক বছর পর টেস্ট দলে জায়গা করে নিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহও।অস্ট্রেলিয়া স্কোয়াডঅ্যারন ফিঞ্চ, উসমান খাজা, শন মার্শ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, মারনাস লাবুসচ্যাঙ্গে, টিম পেইন, মিচেল স্টার্ক, পিটার সিডেল, নাথান লায়ন, জন হল্যান্ড।পাকিস্তান স্কোয়াডইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, আজহার আলি, আসাদ শফিক, হারিস সোহেল, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বিলাল আসিফ, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, ওয়াহাব রিয়াজ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ