ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট- তিলকারত্নে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৭ ১৫:১৬:৪৯
দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট- তিলকারত্নে

এরপর দীর্ঘ প্রায় ১৭টি বছর পর আবারও বাংলাদেশে পা রেখেছেন তিলকারত্নে। যদিও এবার তাঁর ভূমিকা ক্রিকেটারের নয়, বরং তাঁর আগমন লঙ্কান অনূর্ধ্ব দলের কোচ হিসেবে। চলতি বছরেই লঙ্কান যুবাদের দায়িত্ব নেয়া এই কিংবদন্তী এশিয়া কাপ ফাইনালের আগে কথা বলেছেন ক্রিকফ্রেঞ্জির সাথে।

আলাপকালে তিনি জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে তাঁর মুগ্ধতার কথা। ১৯৮৯ কিংবা ২০০০ সালে বাংলাদেশের ক্রিকেট যেরূপ অবস্থায় ছিল বর্তমানে তার অনেকটাই রদবদল হয়েছে বলে উল্লেখ করেছেন তিলকারত্নে। বাংলাদেশের ক্রিকেট যথেষ্ট উন্নতি করেছে বলেও বিশ্বাস করেন তিনি। সাবেক এই লঙ্কান ক্রিকেটার বলেছেন,

'হ্যা আমি ব্রাদার্স এবং মোহামেডানের হয়ে খেলেছিলাম। তবে বর্তমানে, অনেক বড় রদবদল এসেছে দেশটির ক্রিকেটে। দেশটি অনেক উন্নত করেছে এবং ক্রিকেটও দারুণভাবে এগিয়ে গিয়েছে।'

বাংলাদেশের ক্রিকেটীয় পরিবেশেরও প্রশংসা করেছেন ৮৩টি টেস্টে প্রায় সাড়ে চার হাজার রান করা তিলকারত্নে। বিশেষ করে এখানকার সুযোগ সুবিধা নিয়ে বেশ সন্তুষ্টিই প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্যমতে,

'এটি (ক্রিকেটে উন্নতি) দেশের জন্যই ভাল। আমরা এর জন্য খুশি। আর হ্যা এখানকার পরিবেশ অসাধারণ। তাঁরা সবধরণের সুবিধা প্রদান করছে এবং আমি নিশ্চিত যে তরুণ ক্রিকেটাররা এর থেকে অনেক উপকৃত হবে।'

উল্লেখ্য ২০০৪ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ৫১ বছর বয়সী হাসান তিলকারত্নে। অবসরের আগে ২০০ টি ওয়ানডেতে ৩৭৮৯ রান সংগ্রহ করেছিলেন তিনি। চলতি বছরের জুন মাসে লঙ্কান অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পান এই সাবেক ক্রিকেটার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ