ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

অধিনায়কের দায়িত্ব পেয়ে যা বললেন মাহমুদুল্লাহ্

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৭ ০০:৪০:৫৪
অধিনায়কের দায়িত্ব পেয়ে যা বললেন মাহমুদুল্লাহ্

রিয়াদ বলেন, ‘অধিনায়কত্ব সব সময়ই পছন্দ করি। কাজটা খুবই চ্যালেঞ্জিং। খুবই সম্মানের কাজ। এই চ্যালেঞ্জ নিতে উন্মুখ থাকি। যদি এ ধরনের সুযোগ আসে আমি তৈরি।’

চোট নিয়ে তিনি বলেন, ‘চোট থাকবে। এগুলো নিয়ে খেলতে হবে। খেলতে খেলতে হয়তো অবস্থা শোচনীয় হয়েছে। ব্যথাটা পাঁজরের দিকেও এসেছে। এই মুহূর্তে কিছুটা ভালো আছি। কিছুদিনের বিশ্রামে আছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই ফিরতে পারব।’

এসময় নিজেকে নায়ক তকমা দেয়া নিয়ে বিশ্বাসী নন জানিয়ে বলেন, ‘এসব তকমা নিয়ে চিন্তা করি না। শুধু কাজটাকে ভালোবাসি। প্বার্শ-নায়ক থেকে নায়ক, এসব নিয়ে খুব একটা চিন্তা করি না। গত কয়েক বছর ধরে ফিনিশিং রোল দেওয়া হয়েছে। ওটাই করার চেষ্টা করি। দল সবার আগে। দলের জন্য যেটা ভালো সেটাই সবার আগে করার চেষ্টা করি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ