ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দায়ভার কার, বোর্ড নাকি চিকিৎসকের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৬ ২৩:৩৭:৩২
দায়ভার কার, বোর্ড নাকি চিকিৎসকের

উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতেই অস্ট্রেলিয়া রওনা দিয়েছেন সাকিব। সেখানকার বিশেষজ্ঞদের পরীক্ষা নিরীক্ষা শেষেই জানা যাবে সাকিবের সেই আঙুল ঠিক হতে কতদিন সময় লাগবে। আর কবে নাগাদ সেই আঙুল পুরনো রূপে ফিরবে।

সাকিব জানান, ‘নরম হাড়ের কারণে আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নেই। পুরোপুরি ঠিক হবে না। সার্জারি করে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আনা যাবে’।

তিনি আরও বলেন, ‘ইনফেকশনটা আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। ইনফেকশন জিরো পার্সেন্টে না এলে অপারেশন করা যাবে না। ইনফেকশন সহ অপারেশন করলে তা বোনে (হাড়) চলে যাবে এবং পুরো হাত নষ্ট হবে’।

সাকিবের এই অবস্থার জন্য অনেকেই বিসিবিকে দোষ দিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী ওয়েস্ট সিরিজ থেকে ফিরেই জানিয়েছিলেন ইনজেকশন নিয়ে খেললে এশিয়া কাপে সাকিবের তেমন কোনো অসুবিধা হবে না।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই গুঞ্জন উঠেছিল এশিয়া কাপের আগেই সাকিব অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিসিবির সঙ্গে কথা বলার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয় সাকিবের। এশিয়া কাপ খেলতে যান এবং ইনজুরি সমস্যা প্রকট আকার ধারণ করায় মাঝ পথেই ফিরে আসেন।

মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ার আরও উজ্জ্বল হতে পারতো। কিন্তু এই বিসিবির সিদ্ধান্তের কারণেই মাশরাফিকে প্রায় হারাতে বসেছিল বাংলাদেশ। মাশরাফি বলেই হয়তো তাঁকে ফিরে পেয়েছিল বাংলাদেশ। সবাই মাশরাফি না।

কিন্তু সবাই আবার সাকিবও না। বিসিবি খেলোয়াড়দের নিয়ে রীতিমত জুয়া খেলেছে এশিয়া কাপের আগে। এমনিতেই বিসিবিকে প্রতিভা ধ্বংসের কারখানা বলা যায়। সেখানে দেশের সবচেয়ে বড় সম্পদ সাকিবকেও ধ্বংস করার এমন সিদ্ধান্ত কতদিন পর্যন্ত ভোগায় সেটা কে জানে।

এই ইনজুরির কারণে সাকিব যদি ফিরতে না পারেন তাহলে সেটার দায়ভার কী বিসিবি নিবে? সাকিব যখন নিজে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত পরিবর্তনের দায়ভার টা আসলে কার? প্রধান চিকিৎসক দেবাশীষ নিবেন? নাকি বিসিবি নিবে?

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ