ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

১৫০ নারীর সঙ্গে সম্পর্ক ছিল সালমান মুক্তাদিরের

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৬ ২১:১২:২৮
১৫০ নারীর সঙ্গে সম্পর্ক ছিল সালমান মুক্তাদিরের

পড়ালেখার জন্য পরিবার তাকে আটকে রেখেছিলেন বাবার অফিসের পাশে মেঘনা নদীর পাড়ে। পড়ালেখা মোটেও ভালো লাগেনি সালমান মুক্তাদির। এইচএসসি পাশ করে ২০১২ সালে চলে যান অস্ট্রেলিয়ায়। উদ্দেশ্য অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করা। কিন্তু সেখানেও তার পড়া হয় না। দেশে ফিরে এসে গিটার বাজানোর ভিডিও আপ করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

একের পর এক ভিডিও তৈরি করে ইউটিউবে আপ করেন। সেসব ভিডিও প্রচুর শেয়ার হয়, প্রশংসাও করেন দর্শকরা। ১৯ বছর বয়সে খ্যাতি, জনপ্রিয়তা ও প্রচুর অর্থ হাতে পান তিনি।

সেই ইউটিউবার, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির জানিয়েছেন, প্রায় ১৫০ নারীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল তার। তবে এগুলোর মধ্যে কোনো সম্পর্কেই তিনি সিরিয়াস ছিলেন না।

বর্তমানে সালমান প্রেম করছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন জেসিয়া ইসলামের সঙ্গে। তারা দু'জনই বৃহস্পতিবার হাজির হন রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ। সেখানে নিজেদের প্রেম নিয়ে কথা বলেন তারা।

আলোচনার শুরুতে সালমান বহু নারীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা করেন। তিনি বলেন, ইন্ড্রাস্ট্রির অনেক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল যারা তার চেয়ে বয়সে বড় ছিলেন।

সালমান আরও বলেন, জেসিয়ার (বর্তমান প্রেমিকা) সঙ্গে সম্পর্ক হওয়ার আগেই আমি ওকে বলে দিয়েছি আমার অতীতটা কত বাজে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে