ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

শেষ হল বাংলাদেশ বনাম পাকিস্তান নারী দলের খেলা, দেখুন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৬ ১৭:১৬:১০
শেষ হল বাংলাদেশ বনাম পাকিস্তান নারী দলের খেলা, দেখুন ফলাফল

স্কোরঃ

বাংলাদেশঃ ৭৭/১০ (২০ ওভার), রুমানা আহমেদ ২৪

পাকিস্তানঃ ৭৮/৩ (১৪.১ ওভার), জাভেরিয়া খান ৩৬

প্রথম ম্যাচ বাজে আউটফিল্ডের কারণে পরিত্যাক্ত হয়েছিল। আর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশকে অনায়েসে হারানোর পর শেষ ওয়ানডেতেও স্বাগতিকদের পাত্তাই দিল না পাকিস্তান। যার ফলে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রাপ্তির খাতা শুন্য।

এদিন ৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভার পর্যন্ত পাকিস্তানকে বিপদে ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। কিন্তু চতুর্থ ওভারে এসে টাইগ্রেসদের প্রথম ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক সালমা। ৪ রান করা আয়েশা জাফরকে সাজঘরে ফেরত পাঠান তিনি।

উইকেট হারালেও নাহিদা খান এবং অধিনায়ক জাভেরিয়া খানের ব্যাটে জয়ের লক্ষ্যে এগুতে থাকে সফরকারীরা। নাহিদা ১৭ করে বিদায় নিলেও জাভেরিয়ার ব্যাটে ভর করে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৬ রান। বাংলাদেশের পক্ষে সালমা, জাহানারা এবং খাদিজা তুল কুবরা নেন একটি করে উইকেট। পাকিস্তানের হয়ে মুনিবা আলি ১৮ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ৭ রান তুলতেই প্রথম ওপেনার শামিমা সুলতানার উইকেটটি হারাতে হয়েছে দলকে। আলিয়া রিয়াজের হাতে ক্যাচ বানিয়ে শামিমাকে (৪) সাজঘরে পাঠিয়েছেন পাক পেসার নাটালিয়া পারভাইজ।

এরপর ২ রান করা আয়েশা রহমানকেও আউট করে টাইগ্রেসদের বিপদে ফেলেন এই পেসার। গত কয়েক ম্যাচের মত এই ম্যাচেও টপ অর্ডার ব্যাটসম্যানদের মত মিডেল অর্ডার ব্যাটসম্যানরাও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন।

টপ অর্ডারের কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পা দিতে পারেননি। তবে রুমানা আহমেদের ব্যাটে দলীয় পঞ্চাশ পার করে টাইগ্রেসরা। কিন্তু রুমানা ২৪ রান করে সানা মিরকে উইকেট ছুঁড়ে দিলে মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ দল।

এদিন দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে মান বাঁচিয়েছেন রুমানা আহমেদ। এছাড়া ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ১৪ রান। পাকিস্তানের পক্ষে নাতালিয়া পারভেজ ২০ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। এছাড়া ডায়ানা বেগ এবং সানা মির নেন ২টি করে উইকেট।

বাংলাদেশ একাদশ-

শামিমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, রুমানা আহমেদ, ফাহিমা খাতুন, লতা মন্ডল, সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, নাহিদা আকতার, খাদিজা তুল কুবরা।

পাকিস্তান একাদশ-

নাহিদা খান, আয়েশা জাফর, মুনিবা আলি, জাভেরিয়া খান (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আনাম আমিন, দিয়ানা বাইগ, নাটালিয়া পারভাইজ, নিদা দার, সানা মির, সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ