ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বিপিএলে চিটাগং ভাইকিংস এর থাকা নিয়ে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৬ ১২:৪৩:৩৫
বিপিএলে চিটাগং ভাইকিংস এর থাকা নিয়ে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত

আসন্ন বিপিএলে ছয় দলের অংশগ্রহন নিশ্চিত হলেও ভাইকিংসের অংশগ্রহন করা নিয়ে সংশয় রয়েছে এমন তথ্য বের হয়েছিল। এরপরই ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে আলাপ করে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বিপিএল গভর্নিং বডি।

বিপিএল টেকনিকাল কমিটির পরিচালক জালাল ইউনুস ভাইকিংস কর্তৃপক্ষের সাথে আলাপকালে সংবাদ মাধ্যমে তাদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন,

'তাঁরা কোন প্লেয়ারদের ধরে রাখবে এই লিস্ট আগেই জমা দিয়েছিল। তাই এখন সঠিক সময় না বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নেয়ার। আমরা তাদের সঙ্গে আলাপ করেছি বিষয়টি নিয়ে এবং তাঁরা নিশ্চিত করেছে যে বিপিএলে থাকছে ভাইকিংসরা।

চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। সব কিছু আলাপ আলোচনার পর ভাইকিংসের মালিক বিপিএল খেলার জন্য সম্মতি জানান।'

আসন্ন আসরের জন্য গেল আসরের অধিনায়ক কিউই সাবেক উইকেট রক্ষক লুক রঞ্চি, সানজামুল ইসলাম, নাজিবুল্লাহ জাদরান এবং সিকান্দার রাজাকে ধরে রেখেছে দলটি।

গেল মাসের ৩০ তারিখের মধ্যে অংশগ্রহণ কারী সব দলই তাদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা বিসিবির কাছে জমা দিয়ে দিয়েছিল। চলতি মাসের ২৫ তারিখ অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ