ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কথা রাখলেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৬ ১২:৪১:৩৭
কথা রাখলেন মুশফিক

এ বিষয়ে টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘খুবই ভালো লাগছে যে, সে আমাদের দারুণ কিছু ব্যাট দিয়েছে। এশিয়া কাপ জেতার পর তিনি আমাদের কথা দিয়েছিলেন যে, পাঁচটি ব্যাট দিবেন। আমরা খুশি যে তিনি আমাদের দেয়া কথা রেখেছেন। এই ব্যাট দিয়ে আমরা শুধু অনুশীলনই নয় মূল ম্যাচেও খেলি।’

ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ বলেন, ‘এটি সত্যি যে আমাদের খেলার জন্য এতো দামি ব্যাট ছিল না। কিন্তু ব্যাট দিয়ে মুশফিক ভাই আমাদের সাহায্য করেছে আমরা সেটি ভাবি না। আমরা এই ভেবে খুশি যে তিনি আমাদের ব্যাট দিয়ে এটা বুঝিয়েছেন যে, তিনি আমাদের পাশে আছেন। বাংলাদেশ নারী দলের পাশে আছেন। সত্যি কথা বলতে কি এই ব্যাটগুলো আমাদের জন্য বিশেষ অনুপ্রেরণা। এই ব্যাট হাতে নিলে মনে হয় আমাদের ভালো করার জন্যই তিনি এগুলো দিয়ে পাঠিয়েছেন।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ