ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ৪৩৮ রানের ম্যাচে রশিদ খানের দল কাবুলের ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৬ ১২:৩৭:৫৩
আফগানিস্তান প্রিমিয়ার লিগে ৪৩৮ রানের ম্যাচে রশিদ খানের দল কাবুলের ফলাফল

টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং তান্ডব শুরু করেন পাকিয়া প্যান্থারসের ওপেনার ব্যাটসম্যান আহমেদ শেজাদ। মাত্র ৩৪ বল এই টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।

আউট হওয়ার আগে ৭ টি চার এবং ৫ টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৬৭ রান করেন তিনি। তবে সেজাদ আউট হলেও তার থেকেও বিধ্বংসী রূপ ব্যাটিং করতে থাকেন জিম্বাবুয়েন ব্যাটসম্যান সেকেন্দার রাজা।

৪১ বলে সাতটি ছক্কা এবং পাঁচটি ৪ এর সাহায্যে ৭৮ রান করেন সেকেন্দার রাজা। সেকেন্দার রাজা এই বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে।

২১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লরি ইভান্স এর বিধ্বংসী ব্যাটিংয়ে জয় পায় কাবুল। ব্যাটিংয়ে নেমে হযরতউল্লাহ জাজাই এবং লুক রনকি উড়ন্ত সূচনা করেন। দলীয় ৫৫ রানের মধ্যে লুক রনকি ১৫ এবং হযরতউল্লাহ জাজাই ২৭ রানে আউট হলেও অন্য প্রান্ত থেকে ব্যাটিং তাণ্ডব চালান ইংল্যান্ডের ব্যাটসম্যান লরি ইভান্স।

৩৯ বলে ৭৯ রানের ইনিংসের সাথে জাবেদ আহমেদ এর ২৫, রশিদ খানের ২৪, এবং শেষের দিকে মুসলিম মুসার ১৭ ও ফরিদ আহমেদের ১৪ রানে ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কাবুল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ