ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দেশ ছাড়ার আগে যে খারাপ খবর জানালেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৬ ১১:১৮:৩৮
দেশ ছাড়ার আগে যে খারাপ খবর জানালেন সাকিব

দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘ইনফেকশনটা (সংক্রমণ) বড় দুশ্চিন্তার। কারণ, ওইটা জিরো পার্সেন্টে না আসা পর্যন্ত কোনো সার্জেন্ট অপারেশনে হাত দিবে না। কারণ হাত দিলেই বোনে চলে যাব। আর বোনে গেলে পুরো হাত নষ্ট। এখন আসল ব্যাপারটা হচ্ছে কীভাবে ইনফেকশনটা কমানো যায়।’

অস্ট্রেলিয়ায় সাকিবের হাত দেখবেন ডক্টর গ্রেগ হয়। তার হাতের অবস্থা দেখার পর গ্রেগ হয় অস্ত্রোপচার নিয়ে মত দেবেন। তবে অস্ত্রোপচার হলেও আঙুল শতভাগ ঠিক হবে না বলেই জানালেন সাকিব, ‘এই আঙুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। যেহেতু নরম হাড্ডি, আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নেই। পুরোপুরি ঠিক হবে না। সার্জারি করে ওরা এমন একটা অবস্থায় এনে দেবে হাতটা, আমি ব্যাট ভালোভাবে ধরতে পারব, ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে পারব।’

প্রসঙ্গত, এ বছরে আর মাঠে ফেরা হচ্ছে না সাকিবের। কারণ সার্জারি করা হলে কমপক্ষে ছয়-সাত সপ্তাহ পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ