ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জামিন পেয়ে গেলেন সেই ধর্ষক ‘বাবা’ রাম-রহিম

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৬ ০০:৩৯:৪৬
জামিন পেয়ে গেলেন সেই ধর্ষক ‘বাবা’ রাম-রহিম

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জামিন পেলেও চৌদ্দশিকের পেছনেই থাকতে হবে ধর্ষক বাবাকে। কারণ তাকে জামিন দেওয়া হয়েছে অনুগামীদের যৌনাঙ্গ কেটে খোঁজা বানিয়ে দেওয়ার মামলায়। কিন্তু তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ, তার দায়ে তাকে ২০ বছরের জন্য জেল খাটতেই হবে।

ধর্ষণের মামলার পাশাপাশি রাম রহিমের বিরুদ্ধে তার ৪০০ অনুগামীর যৌনাঙ্গচ্ছেদনের অভিযোগ উঠেছিল। রাম রহিম বলত, এভাবেই নাকি সকলে ঈশ্বরকে পাবে। গত ২৩ অগস্ট ওই মামলায় জামিনের আবেদন করেছিল রাম রহিম। খারিজ হয়ে গিয়েছিল সেই আবেদন। পরে পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতে মঞ্জুর হল সেই আবেদন। কিন্তু তাতে বাইরের মুক্ত বাতাসে আসা হলো না অনেক অপকর্মের হোতা এই ভণ্ড বাবার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে