ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

রাজকোটে ভারতের রানের পাহাড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৫ ১৬:৩৮:৩২
রাজকোটে ভারতের রানের পাহাড়

বৃহস্পতিবার প্রথম দিনের ৪ উইকেটে ৩৬৪ রান নিয়ে দিন শুরু করে ভারত। আগের দিন ৭২ রানে অপরাজিত থাকা কোহলি এদিন প্রথম সেশনেই তুলে নেন ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি। ভারত অধিনায়কের কাছে ইদানীং সেঞ্চুরিটা ডাল-ভাতই হয়ে গেছে। কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের পর সবচেয়ে দ্রুততম ২৪টি সেঞ্চুরির মালিক এখন কোহলি। এর মধ্য দিয়ে আরেকটি রেকর্ড থেকে নিজের আইকন শচীন টেন্ডুলকারের নাম মুছে দিয়েছেন তিনি।

কোহলি তার ২৪তম সেঞ্চুরি করেছেন ১২৩ ইনিংস খেলে। আর তালিকার শীর্ষে থাকা ব্র্যাডম্যান একই কীর্তি গড়েছিলেন মাত্র ৬৬ ইনিংসে। আর শচীন করেছিলেন ১২৫ ইনিংস খেলে। দ্রুততম ২৪ সেঞ্চুরির তালিকায় ব্র্যাডম্যান, কোহলি, টেন্ডুলকারের পর ৪ নম্বরেও একজন ভারতীয়। ২৪তম সেঞ্চুরি পেতে সুনীল গাভাস্কারের লেগেছিল ১২৮ ইনিংস। সব মিলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির সংখ্যায় কোহলি এখন ৪ নম্বরে। তার উপরে কেবল টেন্ডুলকার (৫১টি), রাহুল দ্রাবিড় (৩৬টি) ও গাভাস্কার (৩৪টি)।

এদিকে সেঞ্চুরি কাছাকাছি চলে গিয়েছিলেন রিশভ পান্তও। কিন্তু টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরেই থামতে হয়েছে তাকে। ব্যক্তিগত ৯২ রানে দেবেন্দ্র বিশুর বলে আউট হন তিনি।

এরপর কোহলির সাথে এসে যোগ দেন রবীন্দ্র জাদেজা। কোহলির সাথে মিলে ৬৪ রানের একটি জুটি গড়েন তিনিও। এর মধ্যে ব্যক্তিগত ১৩৯ রানের মাথায় আউট হয়ে যান কোহলি। তারপর কুলদিপ যাদবের সাথে ২৬ রানের ও উমেশ যাদবের সাথে ৫৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান জাদেজা। সেই সাথে নিজেও এগিয়ে যান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দিকে। সর্বশেষ মোহাম্মদ শামির সাথে ২৩ রানের জুটি গড়ে নিজের প্রথম সেঞ্চুরিটি তুলে নেন এই স্পিনার। ভারতের রান তখন ৬৪৯। এ অবস্থায় ইনিংস ঘোষণা করেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বিশু। এছাড়া ২ উইকেট নিয়েছেন শেরমান লুইস।

সংক্ষিপ্ত স্কোর :

(প্রথম ইনিংস)

ভারত : ৬৪৯/৯ (ডি.) (পৃথ্বি ১৩৪, লোকেশ ০, পুজারা ৮৬, কোহলি ১৩৯, রাহানে ৪১, পান্ত ৯২, জাদেজা ১০০*, অশ্বিন ৭, কুলদিপ ১২, উমেশ ২২, শামি ২৮; গ্যাব্রিয়েল ১/৮৪, পল ০/৬১, লুইস ২/৯৩, বিশু ৪/২১৭, চেজ ১৩৭/১, ব্রেথওয়েট ১/৪৭)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ