ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ইনজুরিতে আক্রান্ত পঞ্চপান্ডবের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানুন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৫ ১৫:০৯:৫৯
ইনজুরিতে আক্রান্ত পঞ্চপান্ডবের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানুন

হাতের আঙ্গুলের অস্ত্রোপচার নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে আজ শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব আল হাসান। জানিয়েছেন, বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি আরো জানান, ইনজুরি থেকে সেরে উঠতে মাশরাফির সময় লাগবে দুই সপ্তাহ। পুনর্বাসন প্রক্রিয়া চলছে তামিম ইকবালের। পাঁজরের ব্যাথা থাকলেও এক সপ্তাহ পরই অনুশীলন করতে পারবেন মুশফিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ।’

ঘাতক ইনজুরি এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছিলো। কিন্তু সে আক্ষেপ নিয়ে তো আর বসে থাকা যায়না। আবারো ফিরতে হবে ২২ গজে। হাতে ব্যান্ডেজ নিয়ে তাই জিমে ঘাম ঝরাচ্ছেন তামিম।

ইনজুরির সঙ্গে মাশরাফির সখ্যতা ক্যারিয়ার জুড়ে। তাই কিনা আড়ালে থেকে যায় গুরুতর ইনজুরিও। এদিন তামিমের সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন ম্যাশও। দু’জনের সেরে উঠা ও মাঠের ক্রিকেটে ফেরা নিয়ে আশার কথাই জানালেন বিসিবি চিকিসক দেবাশীষ চৌধুরী।

‘মাশরাফির হাতের রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গারে আঘাত ছিল। আমরা আশা করছি, সপ্তাহ দু’য়েকের মধ্যে ও পুরোপুরি খেলায় ফিরে আসতে পারবে। তামিম ইংল্যান্ডের সাউদাম্পটনের একজন হ্যান্ড সার্জনের সঙ্গে যোগাযোগ করেছেন। আপাতত সপ্তাহখানেকের মতো লাগবে ওর সিদ্ধান্তে আসতে।’

সাকিবের হাতের আঙ্গুলের অস্ত্রোপচার করাতে চায় বিসিবি। তারপরও বিশেষজ্ঞ চিকিসকের পরামর্শ নিয়েই সেটি করা হবে। সেজন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব। অস্ত্রোপচার করলে পুনর্বাসন প্রক্রিয়ায় সেরে উঠতে লাগতে পারে দীর্ঘ সময়।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওর অবস্থা উন্নতির দিকে। ওর ব্যথা এবং ফোলা আগের থেকে অনেকটাই কমে এসেছে। অস্ট্রেলিয়াতে গিয়ে অপারেশন করার প্লানটা করা আছে। সেই সার্জনের কাছে একবার পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি।’

পাঁজরের ব্যাথা নিয়ে এশিয়া কাপে খেলেছেন মুশফিক এবং রিয়াদ। আপাতত বিশ্রামে আছেন তারা। পর্যবেক্ষণ করে মুশি অনুশীলনে ফিরতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে।বিসিবি চিকিৎসকের কথায়, ‘রিবের কোন ইনজুরি সময় বেশি নেয়। আমরা ধারনা করি, অন্যন্যা ইনজুরির চেয়ে এটি সপ্তাহখানেক বেশি সময় নেয়।’

যতই ইনজুরি থাকুক সামনে জিম্বাবুয়ে এবং উইন্ডিজের আগেই পঞ্চপাণ্ডবকে আবারো মাঠে নামবেন এই প্রত্যাশাই সকল টাইগা ভক্তর

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ