ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

অভিনন্দনের জোয়ারে ভাসছেন পৃথ্বি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৫ ১২:১৫:৩৮
অভিনন্দনের জোয়ারে ভাসছেন পৃথ্বি

২০১৩ সালে মাত্র ১৪ বছর বয়সে নিজের কীর্তির জন্য আলোচনায় উঠে এসেছিলেন। ওই বছর স্কুল ক্রিকেটে ৫৪৬ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন পৃথ্বি। যা ওই পর্যায়ের ক্রিকেটে কোনও ভারতীয়র সর্বোচ্চ রান। তারপর থেকে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের সাথে তুলনা করা হচ্ছিল তাকে। শচীনের মতোই দারুণ ধারাবাহিকতা নিয়ে এগিয়ে চলছেন পৃথ্বিও।

প্রথম টেস্টে পৃথ্বির দুর্দান্ত ব্যাটিং দেখে মুগ্ধ শচীনও। কিংবদন্তি এই ক্রিকেটার সেই মুগ্ধতার কথা জানিয়ে নিজের টুইটারে লিখেছেন, ‘জীবনের প্রথম ইনিংসেই তোমার আগ্রাসী ব্যাটিং দেখে ভাল লাগল। এই রকম ভয়ডরহীন ব্যাটিং চালিয়ে যাও।’

ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরাভ গাঙ্গুলী সম্ভাবনা দেখছেন মহারাষ্ট্রের এই বিস্ময়-বালকের মধ্যে। সৌরভও নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘দুর্দান্ত ব্যাটসম্যান পৃথ্বি। না হলে কেউ রঞ্জি, দলীপ আর টেস্ট অভিষেকে সেঞ্চুরি করতে পারে না। পৃথ্বিকে দেখে মনে হয়েছে, ও ব্যাকফুটে খুব শক্তিশালী। বছরের শেষে অস্ট্রেলিয়া সফরেও আশা করব ও সফল হবে। কারণ ব্যাকফুটে পৃথ্বি সাবলীল। যেটা অস্ট্রেলিয়ায় ওকে সাহায্য করবে।’

আর ভারতের কোচ রবি শাস্ত্রিতো পৃথ্বির মধ্যে শচীন ও ভিরেন্দর শেবাগের ছায়া দেখছেন, ‘অভিষেকেই চাপমুক্ত এবং ভয়ডরহীন ক্রিকেট খেলার জন্য অভিনন্দন। বীরু (শেবাগ) এবং মাস্টারের (শচীন) ছায়া কিছুটা দেখতে পেলাম।’

আর ভিরেন্দর শেবাগ নিজের টুইটারে পৃথ্বিকে অভিনন্দন জানিয়েছেন এইভাবে, ‘পুরোটাই শয়ের শো। অভিনন্দন পৃথ্বি শ। এই তো সবে শুরু হল। ছেলেটার মধ্যে অনেক দম আছে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পৃথ্বির মধ্যে দেখছেন ভারতের আগামী দিনের মহাতারকাকে, ‘১৮ বছর বয়সে টেস্ট অভিষেকে কী খেলল পৃথ্বি! দেখে মনে হচ্ছে, আরও একজন ভারতীয় মহাতারকা এসে গেল।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ