ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

 সাকিবরা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করার যোগ্য না!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৫ ০০:৪৬:২২
 সাকিবরা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করার যোগ্য না!

কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বাংলাদেশ দল তাঁদের ঘরোয়া ক্রিকেট লীগ শেফিল্ড শিল্ডের দলগুলোর মানেরও ছিল না। এমনকি টাইগার দলের এমন অনেকে ক্রিকেটার ছিল যারা ঘরোয়া লীগে রানই পেত না বলেও উল্লেখ করছেন হোয়ার্ড। তবে সেই পরাজয়ে কর্তৃপক্ষের কাছে তাঁদেরকে জবাব দিতে হয়েছিল বলে জানিয়েছিলেন সিএ এর এই কর্মকর্তা।

'জাতীয় দলের ফলাফল বিবেচনা করা হয় সঠিক সিস্টেমের মাধ্যমেই। আপনারা ভাবছেন আমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এবং আমি মনে করি সেগুলো ঠিক ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা আমাদের হারিয়েছিল তাঁরা কেউই ঘরোয়া দলগুলোতে রানই পেত না।'

যদিও বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজে দলের সাথে ছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো সেরা ক্রিকেটাররা। কিন্তু সে সময় বোর্ডের সাথে বেতন নিয়ে ঝামেলা চলছিল ক্রিকেটারদের। বাংলাদেশ সফরে সম্পূর্ণ অপ্রস্তুত ছিল তাঁরা। পরাজয়ের মূল কারণ এটাকেই মনে করছেন অনেকেই।

কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশের কাছে এমন পরাজয়ের জন্য প্রস্তুত ছিলেন না টিম পারফর্মেন্সের প্রধান। তবে সব ধরনের দায়ভার এবং সমালোচনা মেনে নিয়েছেন হাওয়ার্ড।

বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের পেছনে বিশাল অংকের টাকা খরচের পরও এমন ফলাফলে বোর্ডের অসন্তুষ্ট থাকা স্বাভাবিকই। কিন্তু ঐ ব্যর্থতা ভালভাবে নিতে পারছেন না প্যাট হোয়ার্ড।

'বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত টেস্টে পরাজিত হওয়ার পর আমি ঢাকার একটি রেস্টুরেন্টে বসেছিলাম। ব্যক্তিগতভাবে আমি যথেষ্ট অপ্রস্তুত ছিলাম এবং এর সকল দায়ভার নিয়েছিলাম। পাশাপাশি নিজেদের বিরুদ্ধে যেকোনো ধরণের সমালোচনা নিতে আমি প্রস্তুত ছিলাম। আপনাদের মধ্যে যারা ঢাকায় ছিলেন তাঁরা নিজেরাই ভাল করে জানেন যে কতটা খারাপ ফলাফল ছিল এটি।

'আপনি যখন দিন শেষে বাড়ি যাবেন তখন কি পার্থক্য গড়ে দেয়ার মতো কিছু পাবেন? ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ১০০ মিলিয়নের মতো খরচ করছে ক্রিকেটারদের বেতনের জন্য। আমরা ব্যর্থ হয়েছি, আপনারা হয়েছেন এমনকি আমি নিজে ব্যর্থ হয়েছি যেটা মোটেও ভাল কিছু নয়।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ