ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

মুশফিককে ঘিরে অনিশ্চয়তার মেঘ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৫ ০০:৪৪:০৮
মুশফিককে ঘিরে অনিশ্চয়তার মেঘ

তবে দুঃখজনক সত্য এই যে, দুবাইয়ে অনুষ্ঠিত আসরটির পুরোটা সময়জুড়ে বুকে ব্যথা নিয়ে খেলেছেন মুশফিকুর রহিম।প্রতিটি ম্যাচেই নাকি পেইন কিলার খেয়ে নেমেছেন তিনি,এমনটাই জানিয়েছে টিম বাংলাদেশ।কিন্তু টুর্নামেন্ট শেষে এখন সাকিব-তামিমের মতো তার ইনজুরির বিষয়গুলো বেশ ভাবাচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। কারণ সামনে দেশের মাটিতে অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক সিরিজ। আর তাকে যদি তাতে না পাওয়া যায় তবে বেশ বিপাকেই পড়তে হবে বাংলাদেশকে।

মুশফিকের ইনজুরি নিয়ে বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘এখনই পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। সাত-আটদিন পর তার পাঁজরে একটা স্ক্যান করা হবে। আর সে সময় জানা যাবে কি অবস্থা মুশফিকের।

বিসিবির ডাক্তারের এমন বক্তব্যের একটাই অর্থ দাঁড়ায়, মুশফিককে ঘিরে এখনো অনিশ্চয়তার মেঘ। তাই ১২-১৩ অক্টোবর পর্যন্ত অপেক্ষায় করতে হচ্ছে স্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত।রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুশফিক খেলতে পারবে কি না। তবে স্ক্যান রিপোর্ট ভালো আসলে হয়তো তাকে প্রথম থেকেই খেলতে দেখা যাবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ