ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আগামী মৌসুমে চিটাগাং ভাইকিংসের দায়িত্ব নিচ্ছেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৫ ০০:৩৬:০০
আগামী মৌসুমে চিটাগাং ভাইকিংসের দায়িত্ব নিচ্ছেন যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ৫ জানুয়ারি থেকে। তবে এর আগে চিটাগাং ভাইকিংসের ফ্রাঞ্চাইজি চিটাগাং এর সঙ্গে থাকতে আগ্রহী নন। চট্টগ্রামের দল, মালিকানাও থাকবে স্থানীয়দের কাছেই। আগ্রহীদের তালিকায় সিটি মেয়র থেকে শুরু করে বিসিবি পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাচক মনিহাজুল আবেদীনও আছেন।

আর সেই কারণে চিটাগং ভাইকিংসের মালিকানার বিষয়ে বুধবার সন্ধ্যায় নগর ভবনে বৈঠকে বসেন আকরাম খান ও আজম নাছির। বৈঠক শেষে সিটি মেয়র জানান, যদি ডিবিএল গ্রুপ তাদের মালিকানা ছেড়ে দেয় তাহলে চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণে দল নিতে আগ্রহী তিনি।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘তারা যদি না করে তাহলে আমাদের তো অবশ্যই দায়বদ্ধতা আছে। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা অবশ্যই এটা সুবিবেচনা করবো যাতে চিটাগাংয়ের মানুষের যে সেন্টিমেন্টে আছে সেটাকে ধারণ করে এই ফ্রাঞ্চাইজিটাকে আমরা ধারণ করতে পারি। এমন একটা চিন্তাভাবনা আমাদের আছে।

আর ফ্রাঞ্চাইজিটি যদি নেয়া যায় তাহলে শক্তিশালী একটি দল গঠনরে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। তিনি বলেন, ‘চিটাগংয়ের যারা স্পোর্টের সাথে জড়িত ছিলেন, যারা ভালো ভালো ব্যবসায়ী আছেন তারা সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমি মনে করি, চিটাগংয়ে একটা ভালো ফ্রাঞ্চাইজি হবে।

শুধু ফ্রাঞ্চাইজি না, এর সাথে ঢাকায় একটা ভালো দল করতে পারবো যাতে সেখানে গিয়ে চিটাগংয়ের প্লেয়াররা খেলতে পারে। আর এখানে আমরা একাডেমিও করতে পারবো।’ চিটাগাং ভাইকিংসের মালিক পক্ষ চাটগার না হত্তয়ায় এমনিতেই ক্ষোভ ছিল সকলের। তাই মালিকানা চট্টগ্রামের কারো কাছে থাক এ প্রত্যাশা নগরবাসীর।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ