ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

২ রানের কষ্টকর হারের পর যা বলল যুবারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৫ ০০:২০:২৪
২ রানের কষ্টকর হারের পর যা বলল যুবারা

চোখে জল নিয়েই বলেছিলেন, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন দলকে জেতাতে। চেয়েছিলেন নিজে মাঠে থেকে ম্যাচটা শেষ করে আসতে, কিন্তু নিজের চাওয়া পূরণ করতে পারলেন না শামিম। তাই ম্যাচ শেষে পরাজয়ের কষ্টে কারত ছিলেন তিনি।

‘এমন হারের কষ্টটা তো বলে বুঝানো যাবে না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম, ম্যাচটা শেষ করে আসার (কান্না),’ মিরপুরে সাংবাদিকদের বলেছিলেন শামিম আহমেদ।

ভারতের দেয়া ৫০ ওভারে মাত্র ১৭৩ রানের স্বল্প লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। তবে ব্যাটিংয়ের শুরু থেকে ধুঁকতে থাকা বাংলাদেশকে আশার আলো দেখিয়েছিলেন শামিম। ৬৫ রানে পাঁচ উইকেট হারান বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু জয়ের জন্য ১২ রান বাকি থাকতে ব্যক্তিগত ৫৯ রানে সাজঘরে ফিরতে হয় শামিমকে। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা এই ১২ রান সংগ্রহ করতে পারেনি। যার ফলে দুই রানের পরাজয় বরণ করতে হয়েছে ক্ষুদে টাইগারদের। আর সেখানেই এশিয়া কাপের স্বপ্ন ভঙ্গ তাঁদের।

শামিম জানিয়েছিলেন, সম্পূর্ণ নতুন একটি দল ছিল তাঁদের। তাই হয়ত ছোট ছোট ভুল ছিল সবার মাঝেই। আর সেই ভুল গুলোই তাঁদের কাল হয়ে দাঁড়িয়েছিল। তবে সামনের টুর্নামেন্ট গুলোতে এবারের ভুল থেকেই শিক্ষা নিয়ে ভাল করবেন বলে বিশ্বাস করছেন শামিম।

‘আমার লক্ষ্য ছিল আমি ম্যাচটা শেষ করে আসব। আমি যথেষ্ট চেষ্টা করেছি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আমাদের ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই করেছে, কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারে নি। আমাদের কিছু কিছু জায়গায় ঘাটতি ছিল। এবারের অনূর্ধ্ব-১৯ দলটি নতুন। সামনে আমাদের যেসব টুর্নামেন্ট গুলো হবে, আমরা চেষ্টা করব এই ছোট ছোট ভুল গুলো যেন পুনরায় না হয়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ