ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ফেরার লড়াই শুরু তামিম ইকবালের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৪ ২১:১৯:২৫
ফেরার লড়াই শুরু তামিম ইকবালের

মিরপুরের ইনডোরে আজ হাল্কা জিম সেশন করেছেন। ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাথমিকভাবে তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন। অবস্থার উন্নতি হলে শুরু হবে তার ব্যাটিং অনুশীলন। এশিয়া কাপের প্রথম ম্যাচে বাঁহাতে চোট পান তামিম। দুদিন পর দেশে ফিরে তামিম উড়ে যান ইংল্যান্ডে। সাউদাম্পটনে হ্যান্ড সার্জনের সঙ্গে দেখা করার পর দেশে ফিরে সুসংবাদ জানান।

প্রাথমিক ধারণা অনুযায়ী সবাই ধরে নিয়েছিল, কব্জিতে অস্ত্রোপচার লাগতে পারে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এ মুহূর্তে তামিমের কোনো অস্ত্রোপচার লাগবে না। পুর্নবাসন প্রক্রিয়ায় থাকলেই তামিম পুরোপুরি ফিট হয়ে যাবেন। সেই অনুযায়ী আজ মিরপুরে ফিটনেস ট্রেনিং এবং হাতের থেরাপি নিয়েছেন তামিম।

তামিমের বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘ইংল্যান্ডের সাউথাম্পটনের হ্যান্ড সার্জনের সঙ্গে দেখা করেছে তামিম। উনার পরামর্শ অনুযায়ী আমরা রিহ্যাভ প্লান ঠিক করেছি। এখন আমাদের ফিজিও থেরাপিস্টরাই কাজ করছে, সেই গাইলডলাইন অনুসরণ করছে। চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত আমরা কিছু স্লিন্ট ইন মবিলাইজশন চালাচ্ছি। এরমধ্যে কিছু দিন চলে গেছে। আগামী সপ্তাহ তিনেকের মতো এভাবেই চালানোর পরিকল্পনা করেছি। ২০ অথবা ২৫ তারিখের দিকে ওকে আমরা আবার রিএসেস করব। এসেসমেন্টের পরে যদি দেখা যায় ওর হাতের ফাঙশনালিটি পুরো ফিরে এসেছে তাহলে ক্রিকেট আক্টিভিটি শুরু করব। আর যদি দেখা যায় উন্নতি সন্তোষজনক নয় তখন হয়ত আবার রিভিউ করতে হবে। আপাতত সপ্তাহ তিনেকের মতো সময় লাগবে প্রাথমিক রিহ্যাভ সম্পন্ন করতে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ