ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ছ’বলের ব্যবধানে চার উইকেট, তাহিরের হ্যাটট্রিকসহ ৬ উইকেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৪ ২১:১৭:৩৬
ছ’বলের ব্যবধানে চার উইকেট, তাহিরের হ্যাটট্রিকসহ ৬ উইকেট

লো স্কোরিং প্রথম একদিনের ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে পরাজিত করেছিল দক্ষিণ আফ্রিকা৷ দ্বিতীয় ম্যাচে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে প্রোটিয়ারা ১২০ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয়৷ তাও আবার হাতে দুই শ'রও কম রানের পুঁজি নিয়ে৷ ফলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ডুমিনিরা৷

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৭.৩ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায়৷ একা ডেল স্টেইন ব্যাট হাতে লড়াই চালান৷ প্রোটিয়া পেসার কেরিয়ারের একমাত্র ওয়ান ডে হাফসেঞ্চুরি করেন৷ জবাবে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে দলগত তিন অঙ্কের রানে পৌঁছতে দেয়নি দক্ষিণ আফ্রিকা৷ ২৪ ওভারে মাত্র ৭৮ রানে আলআউট হয়ে যায় হ্যামিল্টন মাসাকাদজারা৷

চতুর্থ প্রোটিয়া বোলার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন স্পিনার ইমরান তাহির৷ তিনি কাই ভেঙে দেন জিম্বাবোয়ে ব্যাটিংয়ের কোমর৷ অবশ্য শুরুতে প্রতিপক্ষ শিবিরে জোড়া ধাক্কা দেন ব্যাট হাতে কেরিয়ারের সেরা ইনিংস খেলা স্টেইন৷

ব্লুমফন্টেনে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা৷ একসময় ১০১ রানের ৭ জন ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা৷ সেখান থেকে ডেল স্টেইন দলের স্কোর দু’শোর কাছে নিয়ে যান৷ তিনি কেরিয়ারের সেরা ও ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন৷ ৮৫ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন৷ এছাড়া মার্করাম ৩৫, ফেলুকাওয়ো ২৮, জোনকার ২৫ ও জোন্ডো ২১ রান করেন৷

জিম্বাবুয়ের হয়ে পাঁচ বোলারই পাল্লা দিয়ে উইকেট তোলেন৷ চাতারা ৪২ রানে ৩টি উইকেট নেন৷ দু’টি করে উইকেট পেয়েছেন জার্ভিস, তিরিপানো ও মাভুতা৷ একটি উইকেট উইলিয়ামসের৷

জবাবে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের হয়ে ক্যাপ্টেম মাসাকাদজা ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি৷ ওপেন করতে নেমে হ্যামিল্টন ২৭ রান করেন৷ স্টেইন শুরুতেই মায়ের (২) ও এরভাইনকে (৩) ফেরত পাঠান৷ তাহির পর পর তিন বলে আউট করেন সিয়ান উইলিয়ামস (৯), মুর (৫) ও মাভুতাকে (০)৷ দু’বল পরে জার্ভিসকেও (১) আউট করেন তাহির৷ অর্থাৎ ছ’বলের ব্যবধানে চারটি উইকেট নেন তিনি৷ সব মিলিয়ে ম্যাচে ২৪ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন তাহির৷ যদিও ম্যাচের সেরা হয়েছেন স্টেইন৷

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ