ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ধর্ষণের অভিযোগ নিয়ে যা বললেন রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৪ ২১:১৬:১৭
ধর্ষণের অভিযোগ নিয়ে যা বললেন রোনালদো

জার্মানির একটি সাময়িকীতে অভিযোগটি প্রথম ছাপা হলে গত রবিবার তা ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন রোনালদো। এমনকি সাময়িকীটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা জানান তার আইনজীবীরা।

রোনালদো জানিয়েছেন, ধর্ষণের বিষয়ে যে কোন ধরণের তদন্তের বিষয়ে তিনি পুরোপুরি শান্ত আছেন। কেন না মায়েকোর অভিযোগের বিষয়ে নিজের বিবেকের কাছে তিনি পরিষ্কার।

এদিকে বুধবার বিষয়টি নিয়ে করা এক টুইটে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৩৩ বছর বয়সী এই জুভেন্টাস তারকা। তিনি বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। ধর্ষণ এমনই এক অপরাধ যা সবকিছুকে ছাপিয়ে যায়, এবং আমি সেটাই বিশ্বাস করি।

প্রসঙ্গত, ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও সম্প্রতি ওই নারীর অভিযোগ পুনরায় তদন্ত শুরু করেছে লাস ভেগাস পুলিশ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ