ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জন্মদিনে সবার ‘ফেইসবুক প্রোফাইলে মাশরাফির ছবি’ দিয়ে বিশ্বরেকর্ড গড়বে মাশরাফি ভক্তরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৪ ১৪:৩৩:৩১
জন্মদিনে সবার ‘ফেইসবুক প্রোফাইলে মাশরাফির ছবি’ দিয়ে বিশ্বরেকর্ড গড়বে মাশরাফি ভক্তরা

এরই মধ্যে ক্যাপ্টেন মাশরাফিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। টাইগার ভক্তরা মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেটের সেরা লিজেন্ড হিসেবে ঘোষণারও দাবি জানাচ্ছেন। এছাড়াও ৫ অক্টোবর তার জন্মদিনকে ঘিরে সবার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে শুধুমাত্র মাশরাফির ছবি দেওয়ার জন্য পোস্ট দিচ্ছেন। অনেকে এমন পোস্টে সাড়া দিয়ে তাৎক্ষণিক প্রোফাইলের ছবি পরিবর্তন করে ফেলছেন।

অনেকেই ইভেন্ট খুলে মাশরাফির একটি ছবি সিলেক্ট করে সেটি সবার প্রোফাইল ছবি দেওয়ার কথা বলেছেন।

মূলত তারা মাশরাফির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ক্যাম্পেইন করছে। যে ক্যাপ্টেনের নেতৃত্বগুণে বাংলাদেশ ক্রিকেটের এত সাফল্য, তার প্রতি ভক্তদের কেন আবেগ, ভালবাসা থাকবে না। যেকোনো মুহূর্তে পঙ্গু হয়ে শেষ হয়ে যেতে পারে মাশরাফির ক্যারিয়ার। হাঁটুতে ৭টি অপারেশন নিয়ে খেলছেন তিনি। বলও করছেন ১২৫-১৩০ কিলোমিটার গতিতে। যে খেলোয়াড় নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় সারাক্ষণ মগ্ন, তাকে শ্রদ্ধা জানাবে না তো কাকে জানাবে?

তাই আপনিও তৈরী থাকুন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন…

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ