ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

এবার মাশরাফির ইনজুরির ভয়াবহতা নিয়ে মুখ খুললেন দেবাশীষ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৪ ১২:৫৫:০৫
এবার মাশরাফির ইনজুরির ভয়াবহতা নিয়ে মুখ খুললেন দেবাশীষ

দেবাশীষ বলেন, ‘মাশরাফির ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত ছিল। এটা সারতে তিন সপ্তাহের মতো সময় লাগে। এর মধ্যে কিছু সময় চলে গেছে। আমরা আশা করছি সপ্তাহ দু-একের মধ্যে ও খেলায় ফিরে আসতে পারে।’

শুধু হাতেই নয়, পায়েও চোট পেয়েছেন মাশরাফি। সেটি প্রসঙ্গে দেবাশীষ জানান, ‘ওর ঊরুতেও চোট আছে। সেটিও আমরা দেখছি। ওর পায়ে বলের সরাসরি আঘাত লেগেছিল। এতে ঊরুতে রক্ত জমে যায়। স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে যে এটা রক্ত জমাট বেঁধে তৈরি হয়েছে।’

তবে শুধু স্ক্যানের প্রতিবেদনেই নয়, আরও একটু পরীক্ষানিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে চান চিকিৎসকরা। দেবাশীষের ভাষ্য, ‘তবু এটা আমরা সুনিশ্চিত হতে কাল আরও একটা স্ক্যান করব। তখন নিশ্চিত হওয়া যাবে এটা জমাট বাঁধা রক্ত, নাকি অন্য কিছু।’

তবে সহজ চিকিৎসায় জমাট বাঁধা রক্ত দূর না হলে অস্ত্রোপচার লাগতে পারে মাশরাফিরও, এমনটাই জানিয়েছেন দেবাশীষ। তবে এর সম্ভাবনা খুব কমই বলা চলে।

‘যদি জমাট বাঁধা রক্ত না হয়, তাহলে দুটি উপায়ে এগোনো যেতে পারে। একটা একটু রক্ষণশীল উপায়ে। সাধারণত দুই-তিন সপ্তাহের মধ্যে শরীরই এটা শুষে নেয়। সেটা না হলে অস্ত্রোপচার করে সরিয়ে ফেলতে হয়। তবে এটা খুবই কম করতে হয়।’– দেবাশীষ জানান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ