ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

‘আমরা যত বড় ব্যাপার মনে করছি, মাশরাফি মনে করছে না’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৪ ০১:০১:২৫
‘আমরা যত বড় ব্যাপার মনে করছি, মাশরাফি মনে করছে না’

ইনজুরির কাছে মাশরাফির হার না মানার গল্প সবারই জানা। সেই গল্পের বইয়ে আরও একটি পাতা যোগ হয়েছে এবারের এশিয়া কাপে। বাতাসে ভেসে শোয়েব মালিকের ক্যাচ নিয়ে এক হাত উঁচিয়ে মাশরাফি উদযাপন করেছেন ঠিকই, কিন্তু ডানহাতের কনিষ্ঠ আঙুলে লেগে গেছে বড় চোট। অবশ্য এ নিয়েও তেমন মাথা ব্যথা নেই তার। আঙুলে ব্যান্ডেজ লাগিয়ে মাশরাফি আবারও মাঠে নেমে পড়েন কয়েক মিনিট পরই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলছেন, মাশরাফির কনিষ্ঠ আঙুলের হাড়ে চোট আছে। যা সারতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। কিন্তু মাশরাফিকে দেখে বোঝার উপায় নেই, ইনজুরিটা এতটা গুরুতর। এই হাত নিয়েই দুটি ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক।

মাশরাফির ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক বলেন, ‘ওর আঙুলে যে সমস্যা আছে, সেটাকে আমরা যতটা বড় ব্যাপার মনে করছি, মাশরাফি নিজে তা মনে করছে না। আমরা যদি স্ক্যান রিপোর্ট দেখি, তাহলে একরকম আর রোগী দেখলে অন্য রকম। আমরা রোগীর কথাই বেশি গুরুত্ব দেই। ও বলছে, এটা নিয়ে দুইটা ম্যাচ খেলেই ফেলেছে। ওর আঙুলে যে সমস্যা, তা বোলিংয়ে খুব একটা কাজে লাগে না। ব্যাটিংয়ে কিছুটা কাজে লাগে। এটা আশা করি সপ্তাহ দুয়েকের মধ্যেই ঠিক হয়ে যাবে।’

মাশরাফি মনে না করলেও দেবাশিষ চেীধুরীর পর্যবেক্ষণ বলছে, আঙুলের চোটটা গুরুতর। তিনি বলছেন, ‘আঘাতটা একটু গুরুতর। এই ধরনের ইনজুরি সারতে সপ্তাহ তিনেকের মতো সময় লাগে। এরমধ্যে কিছুটা সময় চলে গেছে। আমরা আশা করি দুই সপ্তাহের মধ্যে খেলার মতো অবস্থায় ফিরে আসবে মাশরাফি।’

মাশরাফির পায়ে টিউমারের আলামত মিলেছে, এমন খবরও শোনা গেছে। এ বিষয়ে দেবাশিষ চৌধুরী বলেন, ‘ওর পায়ে সরাসরি একটা বল লেগেছে। এতে উরুতে রক্ত জমে যায়। স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে যে রক্ত জমাট বেধে এমন হয়েছে। তবু এটা সুনিশ্চিত হওয়ার জন্য কাল আমরা আরও একটা স্ক্যান করব। যা আমাদের কনফার্ম করবে যে, এটা জমাট বাধা রক্ত নাকি অন্য কিছু।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ