ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

প্রিয়াঙ্কাকে নিকের প্রেমের প্রস্তাব শুনে অজ্ঞান হয়ে যান পরিনীতি!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৪ ০০:৫৩:১৬
প্রিয়াঙ্কাকে নিকের প্রেমের প্রস্তাব শুনে অজ্ঞান হয়ে যান পরিনীতি!

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পরিনীতি চোপড়া বিষয়টি সামনে আনেন। যেখানে বোন এবং তার হবু দুলাভাইয়ের সম্পর্কের সূত্রপাত নিয়ে খোলসা করেন পরিনীতি। তিনি বলেন, প্রিয়াঙ্কার জন্মদিনে তাকে প্রেমের প্রস্তাব দেন নিক। ভোর তিনটার সময় প্রিয়াঙ্কার ফোন পান তিনি। যা শুনে কার্যত চমকে ওঠেন।

ওই সময় বিদেশে ছুটি কাটাচ্ছিলেন প্রিয়াঙ্কা, তা জানতেন পরিনীতি। কিন্তু, নিক যেভাবে হঠাৎ তাকে প্রস্তাব দিয়ে আংটি পরিয়ে দেন, তা শুনে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন বলিউড অভিনেত্রী। নিক যে আচমকা তার বোনের হাতে ‘এনগেজমেন্ট রিং’ পরিয়ে দেবেন, তা কল্পনাও করতে পারেননি বলে জানান পরিনীতি চোপড়া। শুধু তাই নয়, ওই সময় নিক, প্রিয়াঙ্কা একযোগে তাকে ভিডিও কল করেন বলেও জানান প্রিয়াঙ্কা চোপড়া।

আগামী বছর হাওয়াই দ্বীপে নিক ও প্রিয়াঙ্কা বিয়ের পিঁড়িতে বসবেন। ভারতীয় এবং মার্কিন দুই রীতিতেই নিক, প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হবে। তবে সাতপাকে বাঁধা পড়ার পর নিক ও প্রিয়াঙ্কার মধুচন্দ্রিমার জন্য কোথায় রওনা দেবেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

অন্যদিকে নিক, প্রিয়াঙ্কার পাশাপাশি দীপিকা পাডুকোন এবং রণবীর সিং-ও তাড়াতাড়ি বিয়ে সারবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু, আচমকাই পিছিয়ে যায় তাদের বিয়ের দিন, তারিখও। শোনা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি মাসে দীপিকা এবং রণবীর গাঁটছড়া বাঁধবেন। কিন্তু, কী কারণে তাদের বিয়ের দিন, তারিখ পিছিয়ে দেওয়া হল, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে