ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বিপিএলে কোন দলের হয়ে খেলবেন ডি ভিলিয়ার্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৩ ২৩:২৮:১৫
বিপিএলে কোন দলের হয়ে খেলবেন ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। এখন সময় অন্যদের। সত্যি বলতে আমি ক্লান্ত।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তটা অনেক কঠিন। আমি লম্বা সময় ধরে ভেবেছি। আমি অবসর নিতে চাই যখন আমি দারুণ ক্রিকেট খেলছি। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সিরিজ জয়ের পর আমি ভাবছি এখনই সময় অবসর নেয়ার।’

ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমাকে সবসময় সমর্থন দেয়ার জন্য কোচ ও ক্রিকেট সাউথ আফ্রিকার সকল স্টাফের প্রতি কৃতজ্ঞ থাকব। বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের সতীর্থদের। তাদের সমর্থন ছাড়া আমি আজ যেমন ক্রিকেটার তার অর্ধেকও হতে পারতাম না।’

তিনি বলেন, ‘সবকিছুরই শেষ আছে। দক্ষিণ আফ্রিকা ও বিশ্বের সব ক্রিকেট ফ্যানকে ধন্যবাদ। আসলে আমার বিদেশে ক্রিকেট খেলার কোনো ইচ্ছা নেই। আশা করি, ঘরোয়া ক্রিকেটে টাইটানের হয়ে খেলা চালিয়ে যাব। আমি প্রোটিয়াদের ও ফাফ ডু প্লেসিস বড় ফ্যান হয়ে থাকব।’

অবসর নেওয়া এবি ডি ভিলিয়ার্স বিদেশি লিগ খেলার ইচ্ছা না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ আরো কয়েক মৌসুম খেলবেন তিনি এমনটাই বলেছিলেন তখন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের এই বিধ্বংসী ব্যাটসম্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সহ আরো বিদেশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগের খেলবেন। ইতিমধ্যেই তিনি নাম লিখিয়েছেন ইউএই টি-টুয়েন্টি এক্স এবং পাকিস্তান সুপার লিগে। অার এমন যদি হয় তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ দেখা যেতে পারে এই ক্রিকেট দানবকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ