ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

‘ভাল খেলা লিটনকে গালি কেন, বুঝে আসে না’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৩ ২২:২৯:০৮
‘ভাল খেলা লিটনকে গালি কেন, বুঝে আসে না’

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের জন্য সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সোমবার দেশে ফেরার পর বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। এ সময় জাতিসংঘের অধিবেশনের নানা দিকসহ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

এ সময় এশিয়া কাপ চলাকালে ক্রিকেটার লিটন কুমার দাসের আক্রমণের শিকার হওয়ার প্রসঙ্গ উঠে আসে। ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পরও এদিন আক্রমণের শিকার হন লিটন। সাম্প্রদায়িক আক্রমণের শিকার হওয়ার অবশ্য নতুন নয় লিটন দাসের জন্য। উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে শেষ বলে বাংলাদেশ ভারতের কাছে হেরে যায় ৩ উইকেটে। লিটন খেলেছিলেন ১২১ রানের ইনিংস।

এদিন লিটন দাসের আক্রমণের শিকার হওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এ জন্যই তো আমরা সাইবার সিকিউরিটি আইনটি পাস করেছি। এটা আপনাদের জানা দরকার। এ সমস্ত নোংরামি যাতে না হয়, সেটি মাথায় রেখেই এই আইনটি করা হয়েছে।’

প্রধানমন্ত্রী যোগ করেন, ‘প্রত্যেকটা দেশেই এটা একটা বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক জায়গায় সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। পারিবারিক সমস্যার সৃষ্টি হচ্ছে। নানা ধরনের ক্রাইম, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং পর্ন নানা ধরনের ঘটনা দেখা দিচ্ছে। সে কারণে এখন সকলেই এ ব্যাপারে উদ্বিগ্ন।’

লিটন দাসের আক্রমণের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই ছেলেটা এত চমৎকার খেলেছে। একটা বল... একটা রান (শেষ বলে হেরে যাওয়া প্রসঙ্গে)। আমি বলবো আমাদের দুর্ভাগ্য। তারপরও তাকে গালি দেওয়ার কি থাকতে পারে, আমি ঠিক বুঝলাম না। আমি ঠিক জানি না ফেসবুকে কে কি লিখেছে, আমি ওই সময়ে ব্যস্ত ছিলাম। তাছাড়া আমি ফেসবুক ব্যবহার করি না। কেউ যদি আমাকে পাঠায়, তখনি দেখা হয়।’

প্রসঙ্গত, লিটন দাস নিজের ফেসবুকে দুর্গার ছবি পোস্ট করে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু, তার সেই পোস্টে ফেসবুক ব্যবহারকারীরা গালাগালিসহ প্রচুর নেতিবাচক মন্তব্য করেন। এরপর লিটন তার পোস্টটি ডিলিট করতে বাধ্য হন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ