ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

যে টাইগার ক্রিকেটারের কটূক্তির কারনে সাইবার সিকিউরিটি আইন পাশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৩ ২০:৫৭:০৭
যে টাইগার ক্রিকেটারের কটূক্তির কারনে সাইবার সিকিউরিটি আইন পাশ

বুধবার (৩ অক্টোবর) বিকেলে গণভবনে জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করে আসা লিটন দাসকে ফেসবুকে আক্রমণের বিষয়ে এক জ্যেষ্ঠ সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কী সুন্দর খেলে এসেছে ছেলেটা। আমাদের পুরো দল ভালো খেলেছে। কিন্তু যারা এ ধরনের (সাম্প্রদায়িক আক্রমণ) কাজ করে তারা কিভাবে এটা করে বুঝে আসে না। এরা বিকৃতমনা। এই উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধেই আমাদের সরকার কাজ করছে।

সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের আপত্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যতক্ষণ আছি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। উদ্বেগ তাদের যারা মিথ্যা খবর প্রকাশের প্রস্তুতি নিয়ে রেখেছিল। কেউ কোন খবর প্রকাশ করলে তার সত্যতা প্রমাণ করতে হবে। যদি সেটা মিথ্যা হয় তবে যে সাংবাদিক রিপোর্ট করেছেন, যে পত্রিকায় তা প্রকাশ হয়েছে, যারা দায়িত্বে রয়েছেন তাদের সবাইকেই শাস্তি পেতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, কোন মিথ্যা খবর প্রকাশ হলে যাকে নিয়ে খবরটা হলো তার যে ক্ষতি হয় সেটার দায়ভার কে নেবে? একজন এমপিকে নিয়ে মিথ্যা খবর হলে তার যে সম্মানহানি হয়, নিজের এলাকায় তার ইমেজের যে ক্ষতি হয় তার ক্ষতিপূরণ কে দেবে?

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব ধারা রয়েছে সেসব তো আগে থেকেই ছিল। এটা তো নতুন কিছু নয়।এর আগে, বুধবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়।

প্রসঙ্গত, এক সপ্তাহের সফর শেষে সোমবার সকাল সাড়ে ৯টায় দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে শেষে যোগ দেওয়া।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ