ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

৩০ রানেই অলআউটের লজ্জা বাংলাদেশ নারী দলের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৩ ২০:২৫:২৩
৩০ রানেই অলআউটের লজ্জা বাংলাদেশ নারী দলের

কক্সবাজারে বুধবার আউটফিল্ডের ত্রুটির কারণে খেলা শুরু হতে একটু দেরি হয়। খেলা শুরু হতে দেরি হলেও ম্যাচ শেষ হতে কিন্তু দেরি হয়নি। ২০ ওভারের ম্যাচটি কমে ১৪ ওভারে দাঁড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক জাভিরা খান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ২টি উইকেট শিকার করেন। এছাড়া জাহানারা আলম ও লতা মন্ডল ১টি করে উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ নারী দল যার কারণে ৩০ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশ দলের কেউই দুই অঙ্কে যেতে পারেনি! রুমানা আহমেদ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। তার রান ৯! তারপরের সর্বোচ্চ রান ৬, ৩, ২, ১। রানের খাতাই খুলতে পারেননি তিনজন। পাকিস্তানের আনাম আমিন তিন ওভারে কোনো রান না দিয়ে ৩টি উইকেট তুলে নেন! এছাড়া আইমান আনোয়ার, নাসরা সান্ধু ও নিদা দার ২টি করে উইকেট পেয়েছেন। সানা মির নিয়েছেন ১টি উইকেট।

পাকিস্তানের আনাম আমিন ম্যাচ সেরা হন। আগামী ৫ অক্টোবর সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ