ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জেনেনিন আরও কতদিন দলের বাইরে থাকবেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৩ ১৯:১৯:৫০
জেনেনিন আরও কতদিন দলের বাইরে থাকবেন তামিম

বুধবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিঁনি বলেছেন, "আপাতত সপ্তাহ তিনেকের মতো সময় লাগবে প্রাথমিক রিহ্যাভ সম্পন্ন করতে।"

কদিন আগেই ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ তামিম। সেই ডাক্তারের পরামর্শ মেনেই চলছে তামিমের পুনর্বাসন প্রক্রিয়া। তামিমের পুনর্বাসন প্রক্রিয়া তদারকি করছেন বিসিবির ফিজিও।

"ওর হাতের সমস্যা নিয়ে ইংল্যান্ডের সাউথাম্পটনের হ্যান্ড সার্জনের সঙ্গে দেখা করেছে, উনার পরামর্শ অনুযায়ী আমরা রিহ্যাভ প্লান ঠিক করেছি। এখন আমাদের ফিজিও থেরাপিস্টরাই কাজ করছে, সেই গাইলডলাইন অনুসরণ করছে। উনার পরামর্শ অনুযায়ী চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত আমরা কিছু স্লিন্ট ইন মবিলাইজশন চালাচ্ছি। এরমধ্যে কিছু দিন চলে গেছে। আগামী সপ্তাহ তিনেকের মতো এভাবেই চালানোর পরিকল্পনা করেছি।"

চলতি মাসের ২০-২৫ তারিখে আবারও তামিমকে পর্যবেক্ষণ করা হবে। সে সময় অবস্থা বুঝেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার দেবাশিষ। আর যদি দেখা যায় উন্নতি হচ্ছে না তাহলে আবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া হবে।

"২০ অথবা ২৫ তারিখের দিকে ওকে আমরা আবার রিএসেস করব। এসেসমেন্টের পরে দেখা যায় ওর হাতের ফাংশনালিটি পুরো ফিরে এসেছে তাহলে ক্রিকেট আক্টিভিটি শুরু করব। আর যদি দেখা যায় উন্নতি সন্তুষজনক নয় তখন হয়ত আবার রিভিউ করতে হবে।"

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ