ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

'আমার দেখা সব চেয়ে স্বার্থপর ক্রিকেটার সে'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৩ ১২:৪৮:১১
'আমার দেখা সব চেয়ে স্বার্থপর ক্রিকেটার সে'

সেই তিক্ততা নতুন করে উতরে দিচ্ছেন শেন ওয়ার্ন। তার প্রকাশিত হতে যাওয়া নতুন বইয়ে রীতিমত ধুয়ে দিয়েছেন স্টিভ ওয়াহকে। বইটি এখনো প্রকাশিত না হলেও তার কিছু চুম্বক অংশ আগেভাগেই বাজারে ছড়িয়ে পড়েছে।

যেখানে ওয়ার্ন, ওয়াহকে আক্রমণ করে বলেছেন, 'আমার দেখা সব চেয়ে স্বার্থপর ক্রিকেটার সে। যে কী ভাবে নিজের ব্যাটিং গড় ৫০ হবে, তার বাইরে কিছু ভাবত না। '

১৯৯৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের চতুর্থ টেস্টে ওয়াহ তার একক সিদ্ধান্তে ওয়ার্নকে দল থেকে বাদ দিয়েছিলেন। নিজের ফর্ম ফিরে পাওয়ার অভয় দিলেও তার কথার কোন গুরুত্ব দেননি ওয়াহ। যা ওয়ার্নকে ব্যাথিত করেছে।

এই কথাই বইয়ে তুলে ধরেছেন ওয়ার্ন। শুধু তাই নয় অধিনায়ক হবার পর ওয়াহ খেলোয়াড়দের উপর নিজের প্রভাত খাটাতে চাইতেন বলেও অভিযোগ করছেন ওয়ার্ন। এতে বেশ কয়েকবার তাঁরা মুখোমুখি হয়েছেন বলেও জানান তিনি।

ওয়ার্নের মতে, ‘অধিনায়ক হওয়ার পর থেকে সে কেমন যেন বদলে গিয়েছিল। সবাইকে অযাচিত উপদেশ দিতে আসত। আমাকে সে অনেকবারই জীবনের বিভিন্ন দিক, কোনটি সঠিক, কোনটি ভুল—এসব বিষয়ে জ্ঞান দিতে এসেছে। আমার মোটেও এসব ভালো লাগেনি। আরে, এটা তো আমার জীবন, আমি জানি কীভাবে কাটাতে হবে।'

ওয়াহ'র আরও একটা ব্যাপার অসহ্য লাগতো ওয়ার্নের কাছে। সেটি হল, ব্যাগি গ্রিন (অস্ট্রেলীয় ক্রিকেট দলের টুপি) নিয়ে বাড়তি উন্মাদনা। তার ভাষায়, যে ভাবে ব্যাগি গ্রিনকে উপাসনা করা হত, তাতে তিনি বিরক্ত বোধ করতেন।

ওয়ার্ন লিখেছেন, 'কেউ কেউ তো ব্যাগি গ্রিনকে রীতিমতো উপাসনা করত। যা আমার মোটেও পছন্দ ছিলনা। আমি অস্ট্রেলিয়া ক্রিকেট দলে খেলছি, এই গৌরবের ব্যাপারটি ব্যাগি গ্রিন ক্যাপ পড়ে কেন জানান দিতে হবে, আমার মাথায় সেটি কিছুতেই ঢুকত না।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ