ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ঢাকাকে ম্যাচে ফেরালেন শাহাদাত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৩ ১২:৪৭:০৩
ঢাকাকে ম্যাচে ফেরালেন শাহাদাত

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ঢাকাকে চালকের আসনে বসিয়েছেন রনি তালুকদার ও আব্দুল মজিদ। মজিদ ৬৬ রানে অপরাজিত থাকলেও রনি সেঞ্চুরি তুলে নিয়েছেন। শতরান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই ওপেনার।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার তার নবম সেঞ্চুরি। এদিকে দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৭৬ রান। প্রথম ইনিংসে ৭৬ রানের লিড পাওয়া দলটি এগিয়ে আছে ২৭২ রানে।

এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২ উইকেটে ২৫ রান নিয়ে দিন শুরু করে চট্টগ্রাম। শুরুতেই রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরেন ওপেনার সাদিকুর রহমান। তার ব্যাট থেকেই ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ রান আসে।

মিডল অর্ডারে খানিকটা প্রতিরোধ গড়লেও সাঈদ সরকার ২৬ ও মোহাম্মদ সাইফ উদ্দিন ২০ রান করে আউট হলে চট্টগ্রামের ইনিংস তাসের ঘরের মতো ভেঙ্গে পড়তে থাক। দশম উইকেট জুটিতে ৩৬ রান যোগ করেন হাসান মাহমুদ ও ইরফান হোসেন।

তাতেও দলের বিপর্যয় ঠেকানো যায়নি ফলে দলটি অল আউট হয়ে যায়। ঢাকার হয়ে ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার শাহাদাত হোসেন। ২ টি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন। ১ টি করে উইকেট দখল করেন মোহাম্মদ শরীফ, নাজমুল ইসলাম ও শুভাগত হোম।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ২৩৮

চট্টগ্রাম ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ২৫/২) ৭ ওভারে ১৪২ (সাদিকুর ৩০, শুক্কুর ০, মুমিনুল ০, তাসামুল ১২, মাহিদুল ৪, সাঈদ ২৬, সাইফ ২০, নাঈম ২, হাসান ১৮, জুবায়ের ৯, ইরফান ১৮*; শাহাদাত ৪/৬২, শরিফ ১/২৬, নাজমুল ১/২৬, মোশাররফ ২/২০, শুভাগত ১/৭)

ঢাকা ২য় ইনিংস: ৪৩ ওভারে ১৭৬/০ (মজিদ ৬৬*, রনি ১০০*; নাঈম ০/৬৭, হাসান ০/৩৩, সাইফ ০/১৯, ইরফান ০/১৭, জুবায়ের ০/৩২)

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ